
বেনাপোল প্রতিনিধি।।
করোনার আতংকের মধ্যেও মাঠ পরযায়ে কাজ করে জাতীয় ভাবে স্বীকৃতি পেলেন বেনাপোল কাস্টমস হাউসের কর্মকর্তারা । কাস্টম হাউসের কমিশনার মো: আজিজুর রহমান ও অতিরিক্ত কমিশনার ড. নেয়ামুল ইসলামের নেতৃত্বে করোনার শুরু থেকে একটি শক্তিশালী দক্ষ টিম আমদানি রফতানি বানিজ্যকে গতিশীল ও রাজস্ব আয় বাড়াতে কাজ করে আসছে।
বিশেষ করে কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার (আই আর এম) অনুপম চাকমা, ডেপুটি কমিশনার মোস্তাফিজুর রহমান ও সহকারী কমিশনার অনজুমান আরা অত্যন্ত ঝুকি নিয়ে আমদানিকৃত পন্য কায়িক পরীক্ষার কাজটি করছেন স্বচ্ছতার সাথে। ফলে বন্দর থেকে অসাধু আমদানিকারকরা চলে গেছে সুবিধাজনক বন্দরে। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পয্রন্ত এসব কর্মকর্তারা ভারতের পেট্রাপোল বন্দরের গা ঘেষে গড়ে ওঠা বেনাপোল বন্দরে কায়িক পরীক্ষন কাজে নিয়োজিত।
বেনাপোল সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন বলেন, করেনারা মধ্যেও বেনাপোল বন্দর দিয়ে প্রতিদিন ৩০০ থেকে ৪০০ ট্রাক পন্য আমদানি হয় ভারত থেকে এবং ভারতে রফতানি হয় ১০০ থেকে ২০০ ট্রাক মালামাল। ট্রাকের সাথে আসা ৭/৮’শ চালক ও হেলপার প্রতিদিন অবস্থান করেন বন্দরের অভ্যন্তরে। চালক ও হেলপারদের মুখে থাকে না মাস্ক, তারা ব্যবহারও করেন না হ্যান্ড সেনিটাইজার। ফলে ভারতীয় ভেরিয়েন্ট আতংকে থাকতে হয় ডেপুটি কমিশনার (আই আর এম) অনুপম চাকমা, ডেপুটি কমিশনার মোস্তাফিজুর রহমান ও সহকারী কমিশনার অনজুমান আরাকে।
ভারত বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ’র ডাইরেক্টর মতিয়ার রহমান বলেন, কাস্টমস হাউসে সকাল থেকে রাত পরযন্ত শুল্কায়ন ও সরকারের রাজস্ব আয় তরান্বিত করতে কাজ করছেন কমিশনার মো: আজিজুর রহমান, অতিরিক্ত কমিশনার ড. নেয়ামুল ইসলাম, যুগ্ন কমিশনার নুরসাত জাহান, ডেপুটি কমিশনার শামীমুর রহমান, যিনি সকাল থেকে রাত দশটা পরযন্ত শুল্কায়ন ও রাজস্ব আয় বাড়াতে কাজ করছেন। ডেপুটি কমিশনার বিল্লাল হোসেন, সহকারী কমিশনার এইচএম আহাসানুল কবীর ও সহকারী কমিশনার কল্যান মিত্র। পরিবার পরিজন রেখে করোনার শুরু থেকে একাকী মাসের পর মাস রাজস্ব আহরনে সরকারের স্বার্থ সংরক্ষনে মাঠ পরযায়ে কাজ করছেন এসব কর্মকর্তারা।
জাতীয় রাজস্ব বোর্ড ইতিমধ্যে বেনাপোল কাস্টম হাউসের কর্মকর্তাদের সম্মুখ্সারির যোদ্ধা হিসেবে স্বীকৃতি দিয়েছেন। এ ধরনের স্বীকৃতি রাজস্ব কর্মকর্তাদের কাজে আরো উৎসাহীত করবে বলে ব্যবসায়ীরা মনে করেন।
করোনার শুরু থেকে কমিশনার মো: আজিজুর রহমানের নেতৃত্বে বেনাপোল কাস্টম হাউসে স্বচ্ছতার সাথে একটি দক্ষ ও সুসংগঠিত টিম কাজ করছে রাজস্ব আহরনে।
নিজস্ব সংবাদদাতা 








































