শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬, ২৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ভারতে একসাথে পদত্যাগ করলেন ৩ হাজার ডাক্তার

আন্তর্জাতিক ডেস্ক ##  করোনায় আক্রান্ত হলে তাদের ও পরিবারকে বিনামূল্যে চিকিৎসা দেয়া, বৃত্তি বাড়ানোসহ একাধিক দাবিতে ভারতের মধ্যপ্রদেশে জুনিয়র ডাক্তাররা আন্দোলনে নেমেছেন। দাবি আদায়ে ধর্মঘট করছেন তারা। মধ্যপ্রদেশ হাইকোর্ট বৃহস্পতিবার তাদের ২৪ ঘণ্টার মধ্যে কাজে ফিরতে নির্দেশ দেয়। এছাড়া চারদিনের এই ধর্মঘটকে ‘অবৈধ’ বলেও ঘোষণা করে আদলত। খবর ইন্ডিয়া টুডের।

তবে আদালতের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে কাজে ফিরতে অস্বীকার করেছেন ডাক্তাররা। ইতোমধ্যেই প্রায় ৩ হাজার জুনিয়র ডাক্তার পদত্যাগ করেছেন। তারা ঘোষণা করেছেন যে, হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে তারা সুপ্রিম কোর্টে যাবেন।

মধ্যপ্রদেশ জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি অরবিন্দ মীনা বলেছেন, বৃহস্পতিবার রাজ্যের ৬টি সরকারি মেডিকেল কলেজে কর্মরত প্রায় ৩ হাজার জুনিয়র ডাক্তার পদত্যাগ করেছেন। সোমবার থেকে শুরু হওয়া এই ধর্মঘট দাবি পূরণ না হওয়া পর্যন্ত চলবে বলেও জানান তিনি।তিনি বলেন, আমরা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করবো। তিনি জানান, রাজস্থান, বিহার, ছত্তিশগঢ়, উত্তরপ্রদেশ, কর্নাটক, তেলঙ্গানা, বিহার, মহারাষ্ট্র ও এইমস ঋষিকেশের জুনিয়র ও সিনিয়র ডাক্তাররা তাদের ধর্মঘটে সমর্থন জানিয়েছেন।

এদিকে মধ্যপ্রদেশ সরকার জুনিয়র ডাক্তারদের বৃত্তি ১৭ শতাংশ বাড়ানোর কথা জানিয়েছে। তবে ডাক্তারদের দাবি ২৪ শতাংশ বাড়াতে হবে। এর আগে গত ৬ মে মধ্যপ্রদেশ সরকার তাদের সব দাবি মেনে নেয়ার প্রতিশ্রুতি দিলেও শেষ পর্য‌ন্ত তা বাস্তবায়িত হয়নি। আর তাই এই ধর্মঘট।

 

জনপ্রিয়

খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় বকশীগঞ্জের সাধুরপাড়ায় দোয়া মাহফিল

ভারতে একসাথে পদত্যাগ করলেন ৩ হাজার ডাক্তার

প্রকাশের সময় : ০৬:০৩:৫৮ অপরাহ্ন, শনিবার, ৫ জুন ২০২১

আন্তর্জাতিক ডেস্ক ##  করোনায় আক্রান্ত হলে তাদের ও পরিবারকে বিনামূল্যে চিকিৎসা দেয়া, বৃত্তি বাড়ানোসহ একাধিক দাবিতে ভারতের মধ্যপ্রদেশে জুনিয়র ডাক্তাররা আন্দোলনে নেমেছেন। দাবি আদায়ে ধর্মঘট করছেন তারা। মধ্যপ্রদেশ হাইকোর্ট বৃহস্পতিবার তাদের ২৪ ঘণ্টার মধ্যে কাজে ফিরতে নির্দেশ দেয়। এছাড়া চারদিনের এই ধর্মঘটকে ‘অবৈধ’ বলেও ঘোষণা করে আদলত। খবর ইন্ডিয়া টুডের।

তবে আদালতের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে কাজে ফিরতে অস্বীকার করেছেন ডাক্তাররা। ইতোমধ্যেই প্রায় ৩ হাজার জুনিয়র ডাক্তার পদত্যাগ করেছেন। তারা ঘোষণা করেছেন যে, হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে তারা সুপ্রিম কোর্টে যাবেন।

মধ্যপ্রদেশ জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি অরবিন্দ মীনা বলেছেন, বৃহস্পতিবার রাজ্যের ৬টি সরকারি মেডিকেল কলেজে কর্মরত প্রায় ৩ হাজার জুনিয়র ডাক্তার পদত্যাগ করেছেন। সোমবার থেকে শুরু হওয়া এই ধর্মঘট দাবি পূরণ না হওয়া পর্যন্ত চলবে বলেও জানান তিনি।তিনি বলেন, আমরা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করবো। তিনি জানান, রাজস্থান, বিহার, ছত্তিশগঢ়, উত্তরপ্রদেশ, কর্নাটক, তেলঙ্গানা, বিহার, মহারাষ্ট্র ও এইমস ঋষিকেশের জুনিয়র ও সিনিয়র ডাক্তাররা তাদের ধর্মঘটে সমর্থন জানিয়েছেন।

এদিকে মধ্যপ্রদেশ সরকার জুনিয়র ডাক্তারদের বৃত্তি ১৭ শতাংশ বাড়ানোর কথা জানিয়েছে। তবে ডাক্তারদের দাবি ২৪ শতাংশ বাড়াতে হবে। এর আগে গত ৬ মে মধ্যপ্রদেশ সরকার তাদের সব দাবি মেনে নেয়ার প্রতিশ্রুতি দিলেও শেষ পর্য‌ন্ত তা বাস্তবায়িত হয়নি। আর তাই এই ধর্মঘট।