
স্পোর্টস ডেস্ক ##
আগামী ২০২৭ সালে ক্রিকেট বিশ্বকাপের একক আয়োজক হওয়ার আশা ব্যক্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এখন পর্যন্ত একটি ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করেছে বাংলাদেশ। ২০১১ ওয়ানডে বিশ্বকাপে সহ-আয়োজক এবং ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ এককভাবে আয়োজন করে বিসিবি।
বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস দুইটি বেসরকারি টিভি চ্যানেলকে জানিয়েছেন, বিসিবির সর্বশেষ সভায় এমন প্রস্তাবনা উঠেছে।
আইসিসির সর্বশেষ সভার পর ভবিষ্যতের কর্ম পরিকল্পনা প্রকাশ করেছিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
তারপর বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন জানিয়েছিলেন, বাংলাদেশের বিশ্বকাপ আয়োজনের ইচ্ছের কথা।
নিজস্ব সংবাদদাতা 







































