শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সাতক্ষীরায় করোনা উপসর্গে ৪ জনের মৃত্যু

সাতক্ষীরা ব্যুরো ##

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন চারজনের মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরায় ১৮২ জনের নমুনা পরীক্ষা করে করোনায় আক্রান্ত ১০৮ জনকে শনাক্ত করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৫৯ দশমিক ৩৪ শতাংশ। 

আজ বুধবার (৯ জুন) সাতক্ষীরা সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত এ তথ্য জানিয়েছেন।

করোনায় মৃতদের মধ্যে দুইজনের বাড়ি সাতক্ষীরা শহরে, একজনের বাড়ি শ্যামনগর উপজেলায় ও একজনের বাড়ি সদর উপজেলার আগরাতলা এলাকায়। তারা হলেন- শ্যামনগরের নৈকাটি গ্রামের সামাদ শেখ (৫৫), সাতক্ষীরা শহরের রাজারবাগান এলাকার নাছির আলী মিস্ত্রি (৭০), সাতক্ষীরা সদরের আকড়াখোলা গ্রামের মিজানুর রহমান (৫০) ও শ্যামনগরের জয়নগরের এলন বক্স (৮০)।

করোনার সংক্রমণ রোধে জেলায় চলমান লকডাউনের পঞ্চম দিন আজ। লকডাউন বাস্তবায়নে প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। তারপরও সাধারণ মানুষদের রাস্তায় দেখা গেছে।লকডাউনের মধ্যে দোকানপাট খোলা রাখা, স্বাস্থ্যবিধি না মানাসহ বিভিন্ন অপরাধে জেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলছে।

এদিকে ৯ জুন পর্যন্ত জেলায় ২ হাজার ৯৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৯ জন। উপসর্গ নিয়ে মারা গেছেন ২৩৬ জন।

জনপ্রিয়

মানুষ মনুষ্যত্ব হারিয়ে ফেলেছে, কেন এমন মন্তব্য করলেন মিমি??

সাতক্ষীরায় করোনা উপসর্গে ৪ জনের মৃত্যু

প্রকাশের সময় : ০৩:৪১:৩৭ অপরাহ্ন, বুধবার, ৯ জুন ২০২১

সাতক্ষীরা ব্যুরো ##

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন চারজনের মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরায় ১৮২ জনের নমুনা পরীক্ষা করে করোনায় আক্রান্ত ১০৮ জনকে শনাক্ত করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৫৯ দশমিক ৩৪ শতাংশ। 

আজ বুধবার (৯ জুন) সাতক্ষীরা সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত এ তথ্য জানিয়েছেন।

করোনায় মৃতদের মধ্যে দুইজনের বাড়ি সাতক্ষীরা শহরে, একজনের বাড়ি শ্যামনগর উপজেলায় ও একজনের বাড়ি সদর উপজেলার আগরাতলা এলাকায়। তারা হলেন- শ্যামনগরের নৈকাটি গ্রামের সামাদ শেখ (৫৫), সাতক্ষীরা শহরের রাজারবাগান এলাকার নাছির আলী মিস্ত্রি (৭০), সাতক্ষীরা সদরের আকড়াখোলা গ্রামের মিজানুর রহমান (৫০) ও শ্যামনগরের জয়নগরের এলন বক্স (৮০)।

করোনার সংক্রমণ রোধে জেলায় চলমান লকডাউনের পঞ্চম দিন আজ। লকডাউন বাস্তবায়নে প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। তারপরও সাধারণ মানুষদের রাস্তায় দেখা গেছে।লকডাউনের মধ্যে দোকানপাট খোলা রাখা, স্বাস্থ্যবিধি না মানাসহ বিভিন্ন অপরাধে জেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলছে।

এদিকে ৯ জুন পর্যন্ত জেলায় ২ হাজার ৯৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৯ জন। উপসর্গ নিয়ে মারা গেছেন ২৩৬ জন।