বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

লালমনিরহাটে অগ্নিকান্ডে পুড়ে মরল গরু-ছাগল

মোস্তাফিজুর রহমান, জেলা প্রতিনিধি লালমনিরহাট ##

লালমনিরহাট হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের পশ্চিম সাড়ডুবী তৈয়বর রহমানের ১০ জুন বৃহস্পতিবার ভোর ৪ টার সময় গোয়াল ঘর থেকে আগুনের উৎপত্তি হয়।তা আস্তে আস্তে প্রখর আকার ধারণ করে দাউ দাউ করে আগুন জ্বলে উঠলে।তৈয়বরের স্ত্রী হাউ মাউ করে কান্নাকাটি করলে এলাকা বাসী এসে আগুন নিয়ন্ত্রণ করে ফায়ার সার্ভিস আসার আগে।

পুড়ে যাওয়া বাড়ি মালিক জানান, তৈয়বর রহমান বলেন আমার দুটি বড় গরু , ১৫টি হাঁস, ২০টি মুরগীসহ অনেক জিনিস পুড়ে ছারখার হয়ে যায়।আমার ২টি মেয়ে পড়াশুনা করে তাদের বইসহ পুড়ে যায়। আগুনে পুড়ে দেখতে আসা প্রতিবেশি ফাতেমা খাতুন সহকারী শিক্ষক তিনি বলেন গরীব মানুষ কোন মতে লন্ড্রি দোকান করে চলে,এ অপূরণীয় ক্ষতি কাটি উঠা তার পক্ষে অসম্ভব।পুড়ে যাওয়ার কথা শুনে বড়খাতা ইউনিয়ন চেয়ারম্যান আবু হেনা মোঃ মোস্তফা জামান সোহেল তিনি পরিদর্শন করে দুঃখ প্রকাশ করে তৈয়বর রহমান তার পরিবারকে সহযোগীতা করার প্রতিশ্রুতি দেন।তিনি আরো বলেন গরুটি সহ প্রায় দুই লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়। কয়েল না বৈদ্যুতিক না লাগানো আগুনের উৎপত্তি তদন্ত করে দেখা হবে বলে জানান হাতীবান্ধা উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা।

                 

      আরও পড়ুন… লালমনিরহাটে করোনায় দুই স্কুল শিক্ষকের মৃত্যু

 

                                হাতীবান্ধায় দুঃস্থ মহিলাদের মাঝে ভিজিডি চাল বিতরণ

জনপ্রিয়

গুগলের জেমিনি এআই বেছে নিলো অ্যাপল

লালমনিরহাটে অগ্নিকান্ডে পুড়ে মরল গরু-ছাগল

প্রকাশের সময় : ০৪:৫৫:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুন ২০২১

মোস্তাফিজুর রহমান, জেলা প্রতিনিধি লালমনিরহাট ##

লালমনিরহাট হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের পশ্চিম সাড়ডুবী তৈয়বর রহমানের ১০ জুন বৃহস্পতিবার ভোর ৪ টার সময় গোয়াল ঘর থেকে আগুনের উৎপত্তি হয়।তা আস্তে আস্তে প্রখর আকার ধারণ করে দাউ দাউ করে আগুন জ্বলে উঠলে।তৈয়বরের স্ত্রী হাউ মাউ করে কান্নাকাটি করলে এলাকা বাসী এসে আগুন নিয়ন্ত্রণ করে ফায়ার সার্ভিস আসার আগে।

পুড়ে যাওয়া বাড়ি মালিক জানান, তৈয়বর রহমান বলেন আমার দুটি বড় গরু , ১৫টি হাঁস, ২০টি মুরগীসহ অনেক জিনিস পুড়ে ছারখার হয়ে যায়।আমার ২টি মেয়ে পড়াশুনা করে তাদের বইসহ পুড়ে যায়। আগুনে পুড়ে দেখতে আসা প্রতিবেশি ফাতেমা খাতুন সহকারী শিক্ষক তিনি বলেন গরীব মানুষ কোন মতে লন্ড্রি দোকান করে চলে,এ অপূরণীয় ক্ষতি কাটি উঠা তার পক্ষে অসম্ভব।পুড়ে যাওয়ার কথা শুনে বড়খাতা ইউনিয়ন চেয়ারম্যান আবু হেনা মোঃ মোস্তফা জামান সোহেল তিনি পরিদর্শন করে দুঃখ প্রকাশ করে তৈয়বর রহমান তার পরিবারকে সহযোগীতা করার প্রতিশ্রুতি দেন।তিনি আরো বলেন গরুটি সহ প্রায় দুই লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়। কয়েল না বৈদ্যুতিক না লাগানো আগুনের উৎপত্তি তদন্ত করে দেখা হবে বলে জানান হাতীবান্ধা উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা।

                 

      আরও পড়ুন… লালমনিরহাটে করোনায় দুই স্কুল শিক্ষকের মৃত্যু

 

                                হাতীবান্ধায় দুঃস্থ মহিলাদের মাঝে ভিজিডি চাল বিতরণ