
বেনাপোল প্রতিনিধি ##
বেনাপোল পৌর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আল ইমরান (৩৩) আর নেই। তিনি ব্রেইন স্ট্রোক করে ইন্তেকাল করেছেন। ( ইন্না লিল্লাহি — –রাজিউন)
খুলনায় চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে ইন্তেকাল করেন তিনি । ইমরান বেনাপোলের ভবেরবেড় গ্রামের নজরুল ইসলামের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার সকালে ইমরান ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শনিবার ভোর ৬.০০ টায় তিনি মারা যান।
ইমরানের মৃত্যুতে যশোর-১ আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন , শার্শা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম মন্জু, গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে বিবৃতি দিয়েছেন। তার মৃত্যুতে বেনাপোলে আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। আজ শনিবার বাদ জোহর বেনাপোল কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে তরা নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। ভবারবেড় কবরস্থানে তাকে দাফন করা হবে।
নিজস্ব সংবাদদাতা 






































