
ঢাকা ব্যুরো ##এয়ার ভাইস মার্শাল শেখ আবদুল হান্নান বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। শনিবার দুপুরে তিনি বিদায়ী বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মসিহুজ্জামান সেরনিয়াবাতের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নিয়েছেন।
শনিবার দুপুরে বিমানবাহিনী সদরদফতরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বিমানবাহিনী সদরদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।
আইএসপিআর জানায়, গত ১ জুন এয়ার ভাইস মার্শাল শেখ আবদুল হান্নানকে বিমানবাহিনী প্রধান করে প্রজ্ঞাপন জারি করে প্রতিরক্ষা মন্ত্রণালয়। প্রজ্ঞাপন অনুযায়ী, আজ শনিবার দুপুরে এয়ার মার্শাল পদে পদোন্নতি প্রদানপূর্বক তিনি আগামী ৩ বছরের জন্য বিমানবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য, মসিহুজ্জামান সেরনিয়াবাত তার চাকরির মেয়াদ শেষ হওয়ায় আজ শনিবার অবসরে গেছেন। তিনি ২০১৮ সালে তিন বছরের জন্য বিমানবাহিনীর প্রধানের দায়িত্ব গ্রহণ করেছিলেন।
নিজস্ব সংবাদদাতা 







































