
সাতক্ষীরা ব্যুরো ##
সীমান্তবর্তী জেলা সাতক্ষীরায় করোনা সংক্রমণ প্রতিরোধে ডাকা বিশেষ লকডাউনের আজ ১১তম দিনেও কমেনি সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এই সময়ে শনাক্ত হয়েছেন ৯১ জন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৫৫ জন মৃত্যু হয়েছে। আর উপসর্গ নিয়ে মারা গেছেন ২৪৮ জন।
মঙ্গলবার (১৫ জুন) সিভিল সার্জনের দেওয়া তথ্যে এসব চিত্র উঠে এসেছে। জানা গেছে, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ২৮ জন নতুন রোগীসহ ১৪৬ জন ভর্তি রয়েছেন। এর মধ্যে আইসিইউতে ৮টি বেডে করোনা পজেটিভ হয়ে তিনজন ও করোনা উপসর্গ নিয়ে পাঁচজন ভর্তি রয়েছেন।
এছাড়াও সদর হাসপাতালে আটজন করোনা পজেটিভ রোগীসহ ৩০ জন করোনা উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন। আর জেলায় ৭৪১জন করোনা পজেটিভ রোগী হাসপাতালে, ক্লিনিকে ও বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।
নিজস্ব সংবাদদাতা 







































