বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ১৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পদ্মা সেতুর রেলপথের সব স্ল্যাব বসানো শেষ

ঢাকা ব্যুরো ## পদ্মা সেতুর রেলপথের সব স্ল্যাব বসানো সম্পন্ন হয়েছে। এর ফলে রেলপথ ধরে এখন হেঁটে মূল সেতু পার হওয়া যাবে। ১২ ও ১৩ নম্বর পিলারের ওপর স্ল্যাব দুটি বসানোর মধ্য দিয়ে শেষ হয় সেতুর নিচতলার সব স্ল্যাব বসানোর কাজ।

বিষয়টি নিশ্চিত করে পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান মো. আব্দুল কাদের বলেন, ৬ দশমিক ১৫ কিলোমিটার পদ্মা সেতুতে মোট ২ হাজার ৯৫৯টি রেলওয়ে স্ল্যাব বসানোর কথা। আজ সব স্ল্যাব বসানোর কাজ সম্পন্ন হলো।

জানা গেছে, ২০১৮ সালের ২৫ সেপ্টেম্বর জাজিরা প্রান্তে প্রথম রেলওয়ে স্ল্যাব বসানোর কাজ শুরু হয়েছিল। প্রায় আড়াই বছরে রেলওয়ে স্ল্যাব বসানোর কাজ শেষ হলো। রবিবার মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তের মূল সেতুর ১২ ও ১৩ নম্বর পিলারের ওপর স্ল্যাব বসানোর মাধ্যমে কাজ শেষ হয়।

নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদের বলেন, এই রেলওয়ে স্ল্যাবের ওপর রেল ট্র্যাক বসবে। তবে রেল ট্র্যাক বসানোর কাজ কবে শুরু হবে তা প্রকল্প পরিচালক বলতে পারবেন। আর রেল ট্র্যাকের পাশ দিয়ে গ্যাস পাইপসহ অন্যান্য ইউটিলিটি লাইন পরিবহন করা হবে।

এদিকে, রোডওয়ে স্ল্যাব বসানোর কাজও চলছে। মোট দুই হাজার ৯১৭টি রোডওয়ে স্ল্যাবের মধ্যে এ পর্যন্ত দুই হাজার ৬৮৯টি রোডওয়ে স্ল্যাব বসানো শেষ হয়েছে।

নির্বাহী প্রকৌশলী আব্দুল কাদের আরও বলেন, আগামী সেপ্টেম্বর নাগাদ সব রোডওয়ে স্ল্যাব বসানোর কাজ শেষ হবে।

গত ১ জুনের প্রগ্রেসিভ রিপোর্ট অনুসারে মূল সেতুর বাস্তব কাজের অগ্রগতি ৯৩ দশমিক ৫০ ভাগ এবং আর্থিক অগ্রগতি ৮৮ দশমিক ৬৩ ভাগ। পদ্মা সেতু পকল্পের সার্বিক অগ্রগতি ৮৬ ভাগ।

জনপ্রিয়

খালেদা জিয়ার মৃত্যুতে সমবেদনা জানিয়ে ভারতের পার্লামেন্টে নীরবতা পালন

পদ্মা সেতুর রেলপথের সব স্ল্যাব বসানো শেষ

প্রকাশের সময় : ০৯:৫৬:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুন ২০২১
ঢাকা ব্যুরো ## পদ্মা সেতুর রেলপথের সব স্ল্যাব বসানো সম্পন্ন হয়েছে। এর ফলে রেলপথ ধরে এখন হেঁটে মূল সেতু পার হওয়া যাবে। ১২ ও ১৩ নম্বর পিলারের ওপর স্ল্যাব দুটি বসানোর মধ্য দিয়ে শেষ হয় সেতুর নিচতলার সব স্ল্যাব বসানোর কাজ।

বিষয়টি নিশ্চিত করে পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান মো. আব্দুল কাদের বলেন, ৬ দশমিক ১৫ কিলোমিটার পদ্মা সেতুতে মোট ২ হাজার ৯৫৯টি রেলওয়ে স্ল্যাব বসানোর কথা। আজ সব স্ল্যাব বসানোর কাজ সম্পন্ন হলো।

জানা গেছে, ২০১৮ সালের ২৫ সেপ্টেম্বর জাজিরা প্রান্তে প্রথম রেলওয়ে স্ল্যাব বসানোর কাজ শুরু হয়েছিল। প্রায় আড়াই বছরে রেলওয়ে স্ল্যাব বসানোর কাজ শেষ হলো। রবিবার মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তের মূল সেতুর ১২ ও ১৩ নম্বর পিলারের ওপর স্ল্যাব বসানোর মাধ্যমে কাজ শেষ হয়।

নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদের বলেন, এই রেলওয়ে স্ল্যাবের ওপর রেল ট্র্যাক বসবে। তবে রেল ট্র্যাক বসানোর কাজ কবে শুরু হবে তা প্রকল্প পরিচালক বলতে পারবেন। আর রেল ট্র্যাকের পাশ দিয়ে গ্যাস পাইপসহ অন্যান্য ইউটিলিটি লাইন পরিবহন করা হবে।

এদিকে, রোডওয়ে স্ল্যাব বসানোর কাজও চলছে। মোট দুই হাজার ৯১৭টি রোডওয়ে স্ল্যাবের মধ্যে এ পর্যন্ত দুই হাজার ৬৮৯টি রোডওয়ে স্ল্যাব বসানো শেষ হয়েছে।

নির্বাহী প্রকৌশলী আব্দুল কাদের আরও বলেন, আগামী সেপ্টেম্বর নাগাদ সব রোডওয়ে স্ল্যাব বসানোর কাজ শেষ হবে।

গত ১ জুনের প্রগ্রেসিভ রিপোর্ট অনুসারে মূল সেতুর বাস্তব কাজের অগ্রগতি ৯৩ দশমিক ৫০ ভাগ এবং আর্থিক অগ্রগতি ৮৮ দশমিক ৬৩ ভাগ। পদ্মা সেতু পকল্পের সার্বিক অগ্রগতি ৮৬ ভাগ।