
স্টাফ রিপোর্টার।। করোনা সংক্রমণ রোধে সোমবার থেকে কঠোর লকডাউনের ঘোষণায় রাজধানী ছাড়তে মরিয়া মানুষ। আজ শনিবার সকাল থেকেই সড়কে সাধারণ মানুষের চাপ। দূরপাল্লার গাড়ি চলাচল বন্ধ থাকলেও ভেঙে ভেঙে রওনা দিয়েছেন গন্তব্যের উদ্দেশে। অনেকে পায়ে হেঁটেও ঢাকা ছাড়ছেন। সাধারণ মানুষের অভিযোগ, পরিবহন না থাকায় তাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। লকডাউনের সময় কর্মহীন হয়ে পড়ার শঙ্কাই ঢাকা ছাড়ার কারণ বলে জানিয়েছেন তারা।
এদিকে, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের কয়েকটি পয়েন্টে ও শিমুলিয়া ঘাটের প্রবেশ মুখে রয়েছে পুলিশের চেকপোস্ট। চেকপোস্টে যাত্রী চলাচল নিয়ন্ত্রণের চেষ্টা করছে পুলিশ।
এ বিষয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়াঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) ফয়সাল আহমেদ বলেন, নৌরুটে বর্তমানে ১৫টি ফেরি সচল রয়েছে। সকাল থেকে যাত্রীদের কিছুটা ভিড় রয়েছে। তবে গাড়ির চাপ নেই। লকডাউনের আওতামুক্ত গাড়ি পারাপারের কথা থাকলেও যাত্রীরা ঘাটে আসছে। যাত্রী নিয়ন্ত্রণের দায়িত্ব আমাদের নয়।
মাওয়া ট্রাফিক পুলিশের ইনচার্জ জাকির হোসেন জানান, লকডাউনের নির্দেশনা মানার জন্য আহবান জানানো হচ্ছে। কিন্তু যাত্রীরা বিভিন্নভাবে ঢাকা থেকে ঘাটে আসছে। আবার বাংলাবাজার ঘাট থেকে আসা যাত্রীরা ঢাকা যাওয়ার চেষ্টা করছে।
নিজস্ব সংবাদদাতা 







































