
নজরুল ইসলাম ।।
যশোরের ঝিকরগাছায় উপজেলার বোধখানা গ্রামে র্যাব-৬ যশোর এর সদস্যরা অভিযান চালিয়ে ৪৮০ পিস ইয়াবাসহ একজন মাদক বিক্রেতা আটক করেছে। আটকের নাম আজিজুর রহমান রিওন (২৩)।সে উপজেলার বারাকপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে।
শুক্রবার (২৫ জুন) রাতে বোধখানার একটি স্কুলের পাশ থেকে মাদক বিক্রেতা আজিজুর আটক করা হয়।
র্যাব – ৬ কোম্পানি কমান্ডার মোহাম্মদ শরিফুল আহসান জামান, গোপন একটির খবর আসে যশোরের ঝিকরগাছা উপজেলার বোধখানা গ্রামের একটি স্কুলের পাশে কিছু মাদক ব্যবসায়ীরা ইয়াবা ট্যাবলেট বেচাকেনা করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে আজিজুর রহমানকে ৪৮০ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করা গেলেও অন্যরা পালিয়ে। আজ সকালে মাদক আইনে মামলা দিয়ে ঝিকরগাছা থানায় ইয়াবা ট্যাবলেট সহ সোপর্দ করা হয়েছে ।
নিজস্ব সংবাদদাতা 







































