
বিনোদন ডেস্ক।। ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘পাসওয়ার্ড’ ছবির মাধ্যমে প্রথম একসঙ্গে অভিনয় করেন চিত্রনায়ক ইমন এবং বুবলী। যেখানে বুবলীর বিপরীতে অভিনয় করেছিলেন শাকিব খান। এবার বিজ্ঞাপনে জুটি বাঁধলেন ইমন-বুবলী।
চলতি মাসের শুরুতে ‘মুক্তা পানির’ এ বিজ্ঞাপনটির দৃশ্যধারণ হয়েছে। এটি নির্মাণ করেছেন নির্মাতা রবিন খান। বিজ্ঞাপনের জিঙ্গেলে কন্ঠ দিয়েছেন কণ্ঠশিল্পী কনা। ২৮ জুন সোমবার থেকে দেশের বিভিন্ন টিভি চ্যানেল এবং অনলাইন মাধ্যমে বিজ্ঞাপনচিত্রটির প্রচার শুরু হবে।
রবিন খান বলেন, ‘মুক্তা পানির সঙ্গে আবেগ মিশে থাকে। এটি সরকারি অর্থায়নে প্রস্তুত ও বাজারজাতকৃত একটি পণ্য। গাজীপুরে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে এই পানি তৈরির কারখানাটি পরিচালিত হয়। এখানে যারা কর্মরত রয়েছেন তারা সবাই প্রতিবন্ধী। এরপর এখান থেকে যে লাভ হয় তার পুরো অংশ প্রতিবন্ধীদের কল্যাণে ব্যয় করা হয়। এমন একটি পণ্যের প্রচারের জন্য বিজ্ঞাপন নির্মাণের সুযোগ পেয়ে আমি আনন্দিত। ইমন-বুবলীকে নিয়ে চমৎকার একটি টিমের সমন্বয়ে কাজটি করেছি।’
তিনি জানান, বিশাল পরিসরে বিগ বাজেটে কাজটি হয়েছে। এশিয়ার মধ্যে সেরা হবে এটি- এমন একটি বিজ্ঞাপন।
নিজস্ব সংবাদদাতা 







































