
স্পোর্টস রিপোর্টার।। ৩ ম্যাচে সিরিচের তৃতীয় এবং শেষ টি-টোয়েন্টি ম্যাচে সফররত শ্রীলঙ্কাকে ৮৯ রানের বড় ব্যবধানে হারিয়েছে স্বাগতিক ইংল্যান্ড। এ জয়ের ফলে লঙ্কানদের হোয়াইটওয়াশই করল ইয়ন মরগানরা। সাউদাম্পটনে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৮০ রান সংগ্রহ করে ইংলিশরা। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৯১ রানেই গুটিয়ে যায় কুশল পেরেরা বাহিনী।
প্রথম দুই ম্যাচ হারের মাধ্যমে আগেই সিরিজ খুইয়েছে শ্রীলঙ্কা। শেষ ম্যাচটি ছিল হোয়াইটওয়াশ রক্ষার। সে উদ্দেশ্যেই শনিবার রাতে খেলতে নেমে টস জিতে স্বাগতিকদের ব্যাট করতে পাঠায় লঙ্কান অধিনায়ক কুশল পেরেরা।
ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের দুই ওপেনার জনি বেয়ারস্টো এবং ডেভিড মালান মিলে লঙ্কান বোলারদের রীতিমতো তুলোধুনো করতে থাকেন। ওপেনিং জুটিতে মাত্র ১১.৪ ওভারেই ১০৫ রানের জুটি গড়েন তারা। ৪৩ বলে ৫১ রান করে উসুরু উদানার বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন বেয়ারস্টো। তার ইনিংসটি পাঁচটি চার এবং একটি ছয়ে সাজানো।
এরপর অবশ্য অন্য কোনো ব্যাটসম্যানই দলের জন্য গুরুত্বপূর্ণ কোনো অবদান রাখতে পারেননি। দুই ওপেনার ছাড়া অন্য ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ ১৪ রানের ইনিংসটি লিয়াম লিভিংস্টোনের। আর বাকিরা সবাই দশের নিচে।
আর ওপেনার ডেভিড মালানের ব্যক্তিগত ইনিংসটি থামে ৪৮ বলে ৮৬ রানে। তার এই শৈল্পিক ইনিংসটি পাঁচটি চার এবং চারটি ছয়ে সাজানো। এদিকে শ্রীলঙ্কার পক্ষে সর্বোচ্চ চারটি উইকেট নেন দুশমান্থ চামিরা।
ইংল্যান্ডের দেয়া ১৮১ রানে টার্গেটে ব্যাট করতে নেমে ডেভিড উইলি এবং স্যাম কারেনদের বোলিং তোপে দাঁড়াতেই পারেননি লঙ্কান দলের ব্যাটসম্যানরা। ক্ষণে ক্ষণে পড়তে থাকে একের পর এক উইকেট। দলের হয়ে সর্বোচ্চ ২০ রান করেন বিনুরা ফার্নান্দো। এছাড়া দশের ঘর পার করতে পেরেছেন মাত্র দুজন। ওসাদা ফার্নান্দো ১৯ এবং নিরোশান দিকভেলা ১১ রান করেন
নিজস্ব সংবাদদাতা 






























