
মোস্তাফিজুর রহমান ,লালমনিরহাট ।। জেলার কালীগঞ্জ উপজেলায় জমির সীমানা নিয়ে সংঘর্ষে নিজাম উদ্দিন টেরা (৮০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। এ ঘটনায় ৩ জনকে আটক করেছে কালিগঞ্জ থানা পুলিশ।
রোববার বিকেলে উপজেলার কাকিনা ইউনিয়নের উত্তর গোপালরায় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নিজাম উদ্দিন টেরা ওই এলাকার বাসিন্দা।কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মোঃ সাজ্জাদ হোসেন জানান, বৃদ্ধ নিজাম উদ্দিনের সাথে জমির সীমানা নিয়ে বিরোধ ছিল প্রতিবেশি এলাহী বখসের (৬০)। রোববার বিকেলে জমির সীমানা নিয়ে উভয়ের মাঝে হাতাহাতির পরে সংঘর্ষ বাধে। এতে বৃদ্ধ নিজাম উদ্দিন বুকে ও মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন।
রোববার বিকেলে উপজেলার কাকিনা ইউনিয়নের উত্তর গোপালরায় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নিজাম উদ্দিন টেরা ওই এলাকার বাসিন্দা।কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মোঃ সাজ্জাদ হোসেন জানান, বৃদ্ধ নিজাম উদ্দিনের সাথে জমির সীমানা নিয়ে বিরোধ ছিল প্রতিবেশি এলাহী বখসের (৬০)। রোববার বিকেলে জমির সীমানা নিয়ে উভয়ের মাঝে হাতাহাতির পরে সংঘর্ষ বাধে। এতে বৃদ্ধ নিজাম উদ্দিন বুকে ও মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন।
টাকার অভাবে হাসপাতালে না নেয়ায় বাড়িতেই তার মৃত্যু হয়।খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পরে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয় । ঘটনায় জড়িত সন্দেহে এলাহী বখস, তার স্ত্রী ও মোরশালীন নামে ৩ জন কে আটক করা হয তাদের আগামীকাল সোমবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে ।
নিজস্ব সংবাদদাতা 







































