বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

অভিনেত্রী সাবার শুটিং মনোযোগ

বিনোদন ডেস্ক।।

করোনাকালীন এই সময়ে খুব সতর্কতা মেনে শুটিং করছেন জনপ্রিয় অভিনেত্রী সোহানা সাবাএরইমধ্যে মাসুমা তানির ‘আজ একটি বিশেষ দিন’ ছবির শুটিং-ডাবিং শেষ করেছেন তিনি

গেল ঈদের পর এই ছবির মধ্য দিয়ে ক্যামেরার সামনে দাঁড়ান তিনি। অভিনেত্রীর হাতে আছে‘মানিকের লাল কাঁকড়া’ শিরোনামের আরও একটি চলচ্চিত্র। গেল বছর লকডাউনের আগে এই ছবির শুটিং শুরু হয়। কিন্তু করোনা পরিস্থিতি ও লকডাউনের কবলে পড়ে এখনো এর শুটিং শেষ হয়নি। এটি পরিচালনা করছেন বরেণ্য অভিনেতা-নির্মাতা আফজাল হোসেন। ছবিটি কোন পর্যায়ে আছে জানতে চাইলে সাবা বলেন, কয়েকদিনের শুটিং বাকি আছে।

আফজাল ভাই বলেছেন খুব তাড়াতাড়ি এর পরবর্তী শুটিংয়ের জন্য শিডিউল নেবেনছবিটি নিয়ে আমি খুব আশাবাদীএদিকে সাবা বর্তমানে সিনেমার পাশাপাশি ওয়েব সিরিজের প্রতি মনোযোগী বলে জানান।তার ভাষ্য, আমাদের এখন মাধ্যম ৩টি। এর মধ্যে টিভি নাটকের প্রতি আমার আগ্রহ নেই।বাকি দুই মাধ্যম সিনেমা ও ওয়েব সিরিজেই কাজ করতে চাইকয়েকটি সিনেমা ও ওয়েব সিরিজের চিত্রনাট্যহাতে আছে। এগুলো নিয়ে আলোচনাও হচ্ছে। সময় সুযোগ করে ফের নতুন কাজ শুরু করবো।অভিনয়ের বাইরে এই গ্ল্যামারকন্যা তার প্রযোজনা হাউজ ‘খামারবাড়ি’ নিয়েও ব্যস্ত আছেন এখন থেকে চলতি বছরে একটি ছবি নির্মাণের প্রস্তুতি নিচ্ছেন বলে জানান। খুব শিগগিরই এই ছবির ঘোষণা দেবেন এ অভিনেত্রী।

জনপ্রিয়

বিদ্রোহীদের বিরুদ্ধে হার্ডলাইনে বিএনপি, স্বতন্ত্র প্রার্থী শতাধিক

অভিনেত্রী সাবার শুটিং মনোযোগ

প্রকাশের সময় : ০৬:৪৫:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ জুন ২০২১

বিনোদন ডেস্ক।।

করোনাকালীন এই সময়ে খুব সতর্কতা মেনে শুটিং করছেন জনপ্রিয় অভিনেত্রী সোহানা সাবাএরইমধ্যে মাসুমা তানির ‘আজ একটি বিশেষ দিন’ ছবির শুটিং-ডাবিং শেষ করেছেন তিনি

গেল ঈদের পর এই ছবির মধ্য দিয়ে ক্যামেরার সামনে দাঁড়ান তিনি। অভিনেত্রীর হাতে আছে‘মানিকের লাল কাঁকড়া’ শিরোনামের আরও একটি চলচ্চিত্র। গেল বছর লকডাউনের আগে এই ছবির শুটিং শুরু হয়। কিন্তু করোনা পরিস্থিতি ও লকডাউনের কবলে পড়ে এখনো এর শুটিং শেষ হয়নি। এটি পরিচালনা করছেন বরেণ্য অভিনেতা-নির্মাতা আফজাল হোসেন। ছবিটি কোন পর্যায়ে আছে জানতে চাইলে সাবা বলেন, কয়েকদিনের শুটিং বাকি আছে।

আফজাল ভাই বলেছেন খুব তাড়াতাড়ি এর পরবর্তী শুটিংয়ের জন্য শিডিউল নেবেনছবিটি নিয়ে আমি খুব আশাবাদীএদিকে সাবা বর্তমানে সিনেমার পাশাপাশি ওয়েব সিরিজের প্রতি মনোযোগী বলে জানান।তার ভাষ্য, আমাদের এখন মাধ্যম ৩টি। এর মধ্যে টিভি নাটকের প্রতি আমার আগ্রহ নেই।বাকি দুই মাধ্যম সিনেমা ও ওয়েব সিরিজেই কাজ করতে চাইকয়েকটি সিনেমা ও ওয়েব সিরিজের চিত্রনাট্যহাতে আছে। এগুলো নিয়ে আলোচনাও হচ্ছে। সময় সুযোগ করে ফের নতুন কাজ শুরু করবো।অভিনয়ের বাইরে এই গ্ল্যামারকন্যা তার প্রযোজনা হাউজ ‘খামারবাড়ি’ নিয়েও ব্যস্ত আছেন এখন থেকে চলতি বছরে একটি ছবি নির্মাণের প্রস্তুতি নিচ্ছেন বলে জানান। খুব শিগগিরই এই ছবির ঘোষণা দেবেন এ অভিনেত্রী।