সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ক্রিকেটে খারাপ আচরণে চ্যাম্পিয়ন হবেন সাকিব আল হাসান !

স্পোর্টস রিপোর্টার।।শ্রীলঙ্কা দলের ইংল্যান্ড সফর চলছে। করোনা মহামারির এই সময়ে লঙ্কান দলের তিন ক্রিকেটার কুশল মেন্ডিস, নিরোশন ডিকওয়েলা এবং ধানুশকা গুণাথিলাকা জৈব সুরক্ষা বলয় ছেড়ে টিম হোটেলের বাইরে গিয়ে ধূমপান করেন। যার খেসারতে নিষিদ্ধ হয়েছে তারা।এই বিষয়টিকে ভালোভাবে নেয়নি ইংল্যান্ড ক্রিকেট।

তবে লঙ্কান ক্রিকেট আবেদন জানায় এবারের জন্য ক্ষমা করে দিতে। তবে সেটা খারাপ পর্যায়ে তখনই গেল, যখন একটি ভিডিওতে দেখা যায় তিনজনকে ধূমপান করতে। এমন ঘটনা শ্রীলঙ্কান ক্রিকেটারদের জন্য খুব বেশি বড় ঘটনা না হলেও বিশ্ব ক্রিকেটের জন্য অনেক বড়।

বেয়াদব বলা হয় বিরাট কোহলিকেও। তার আচরণে অনেকেই সন্তুষ্ট হতে পারেন না। এমনকি অ্যাশেজেও অনেক কাণ্ড ঘটাতে দেখা যায় ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের।

তবে সম্প্রতি একটি ঘটনায় সাকিব আল হাসান বেশ হৈচৈ ফেলে দেন। যার কারণে বাংলাদেশের একজন আম্পায়ারকেও দেখা যায় ক্যারিয়ারের ইতি টানতে।

সদ্য শেষ হওয়া ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) মোহামেডানের বিপক্ষে একটি ম্যাচে দেখা যায় সাকিবের আবেদনে আম্পায়ার সাড়া না দেয়ায় স্টাম্পে লাথি দিতে। এরপর স্টাম্প উপড়ে ফেলতেও দেখা যায় একই ম্যাচে। যে কারণে নিষিদ্ধ হতে হয়েছিল ৩টি ম্যাচে।

এর আগেও সাকিবের বেশ কিছু দৃষ্টিকটু আচরণ ক্যামেরায় ধরা দেয় ম্যাচ চলাকালীন সময়ে। ভক্তকে মারধরের ঘটনাও ঘটান। তাছাড়া জুয়াড়ির প্রস্তাব গোপন করায় নিষিদ্ধও ছিলন এক বছর।

ক্রিকেটের জনপ্রিয় সাইট ক্রিকইনফো এক প্রতিবেদনে উল্লেখ করেছে, ব্যাড বিহেভিয়ার কিংবা খারাপ আচরণে সেরা হলে সেটা হবেন সাকিব আল হাসান।

ক্রিকইনফো লিখেছে, ‘ওয়ার্ল্ড ব্যাড বিহেভিয়ার’ চ্যাম্পিয়নশিপ যদি হয়, তাহলে সেটা নিশ্চয়ই সাকিবেরই হাতে উঠবে। এক্ষেত্রে আপনি ট্রফিটি তার হাতে তুলে দিয়েই দৌড় দিতে হবে। এর কারণ, সাকিব হয়তো ওই ট্রফিটিও ছুঁড়ে মারতে পারেন আপনার দিকে এবং এটা নিশ্চিত।

জনপ্রিয়

যশোর বাঘারপাড়ায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় হাজারো মানুষের দোয়া

ক্রিকেটে খারাপ আচরণে চ্যাম্পিয়ন হবেন সাকিব আল হাসান !

প্রকাশের সময় : ০৫:২৫:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুলাই ২০২১

স্পোর্টস রিপোর্টার।।শ্রীলঙ্কা দলের ইংল্যান্ড সফর চলছে। করোনা মহামারির এই সময়ে লঙ্কান দলের তিন ক্রিকেটার কুশল মেন্ডিস, নিরোশন ডিকওয়েলা এবং ধানুশকা গুণাথিলাকা জৈব সুরক্ষা বলয় ছেড়ে টিম হোটেলের বাইরে গিয়ে ধূমপান করেন। যার খেসারতে নিষিদ্ধ হয়েছে তারা।এই বিষয়টিকে ভালোভাবে নেয়নি ইংল্যান্ড ক্রিকেট।

তবে লঙ্কান ক্রিকেট আবেদন জানায় এবারের জন্য ক্ষমা করে দিতে। তবে সেটা খারাপ পর্যায়ে তখনই গেল, যখন একটি ভিডিওতে দেখা যায় তিনজনকে ধূমপান করতে। এমন ঘটনা শ্রীলঙ্কান ক্রিকেটারদের জন্য খুব বেশি বড় ঘটনা না হলেও বিশ্ব ক্রিকেটের জন্য অনেক বড়।

বেয়াদব বলা হয় বিরাট কোহলিকেও। তার আচরণে অনেকেই সন্তুষ্ট হতে পারেন না। এমনকি অ্যাশেজেও অনেক কাণ্ড ঘটাতে দেখা যায় ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের।

তবে সম্প্রতি একটি ঘটনায় সাকিব আল হাসান বেশ হৈচৈ ফেলে দেন। যার কারণে বাংলাদেশের একজন আম্পায়ারকেও দেখা যায় ক্যারিয়ারের ইতি টানতে।

সদ্য শেষ হওয়া ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) মোহামেডানের বিপক্ষে একটি ম্যাচে দেখা যায় সাকিবের আবেদনে আম্পায়ার সাড়া না দেয়ায় স্টাম্পে লাথি দিতে। এরপর স্টাম্প উপড়ে ফেলতেও দেখা যায় একই ম্যাচে। যে কারণে নিষিদ্ধ হতে হয়েছিল ৩টি ম্যাচে।

এর আগেও সাকিবের বেশ কিছু দৃষ্টিকটু আচরণ ক্যামেরায় ধরা দেয় ম্যাচ চলাকালীন সময়ে। ভক্তকে মারধরের ঘটনাও ঘটান। তাছাড়া জুয়াড়ির প্রস্তাব গোপন করায় নিষিদ্ধও ছিলন এক বছর।

ক্রিকেটের জনপ্রিয় সাইট ক্রিকইনফো এক প্রতিবেদনে উল্লেখ করেছে, ব্যাড বিহেভিয়ার কিংবা খারাপ আচরণে সেরা হলে সেটা হবেন সাকিব আল হাসান।

ক্রিকইনফো লিখেছে, ‘ওয়ার্ল্ড ব্যাড বিহেভিয়ার’ চ্যাম্পিয়নশিপ যদি হয়, তাহলে সেটা নিশ্চয়ই সাকিবেরই হাতে উঠবে। এক্ষেত্রে আপনি ট্রফিটি তার হাতে তুলে দিয়েই দৌড় দিতে হবে। এর কারণ, সাকিব হয়তো ওই ট্রফিটিও ছুঁড়ে মারতে পারেন আপনার দিকে এবং এটা নিশ্চিত।