সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

অলিম্পিক্সের সেরা সাঁতারু ভারতের মানা প্যাটেল

স্পোর্টস ডেস্ক ।। ভারতের কোনও মহিলা সাঁতারু এর আগে অলিম্পিক্সের ছাড়পত্র জোগাড় করতে পারেননি। তবে এ বার ভারতের সেই আক্ষেপ মিটিয়ে দিলেন মানা প্যাটেল। টোকিও অলিম্পিক্সে যোগ্যতা অর্জন করে নতুন নজির গড়লেন মানা। নাম লেখালেন ইতিহাসে।

তবে সরাসরি তিনি যোগ্যতা অর্জন করতে পারেননি। ‘ইউনিভার্সালিটি কোটা’র মাধ্যমেই অলিম্পিক্সে যাওয়ার ছাড়পত্র পেয়েছেন আহমেদাবাদের মহিলা সাঁতারু। সজন প্রকাশ এবং শ্রীহরি নটরাজের পর দেশের তৃতীয় সাঁতারু হিসেবে টোকিও-র টিকিট নিশ্চিত করলেন মানা।

ইন্টারন্যাশনাল অলিম্পিক্স কমিটির নিয়ম অনুযায়ী প্রতিটি দেশ থেকে ‘ইউনিভার্সালিটি কোটা’য় একজন পুরুষ এবং একজন মহিলা প্রতিযোগীকে গেমসের ছাড়পত্র দেওয়া হয়ে থাকে। সেই কোটাতেই অলিম্পিক্স সিলেকশন বি টাইমের ভিত্তিতে ইতিহাস রচনা করার সুযোগ পেয়েছেন মানা। টোকিও গেমসে ১০০ মিটার ব্যাকস্ট্রোক ইভেন্টে ভারতের হয়ে তিনি প্রতিনিধিত্ব করবেন।

মানার জন্য উচ্ছ্বসিত দেশের ক্রীড়ামন্ত্রী কিরেণ রিজিজু। তিনি আহমেদাবাদের সাঁতারুকে শুভেচ্ছা জানিয়ে টুইটে লিখেছেন, ‘ব্যাকস্ট্রোক সুইমার মানা প্যাটেল ভারতের প্রথম মহিলা সাঁতারু এবং সবার মধ্যে তৃতীয় সাঁতারু, যিনি অলিম্পিক্সের যোগ্যতা অর্জন করেছেন। ইউনিভার্সালিটি কোটায় ও অলিম্পিক্সের ছাড়পত্র পেয়েছে। ওকে আমার অসংখ্য শুভেচ্ছা।’

জনপ্রিয়

মোংলা বন্দরে সেরা কর্মকর্তার পুরষ্কার পেলেন মাকরুজ্জামান

অলিম্পিক্সের সেরা সাঁতারু ভারতের মানা প্যাটেল

প্রকাশের সময় : ০৪:৪৭:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২ জুলাই ২০২১

স্পোর্টস ডেস্ক ।। ভারতের কোনও মহিলা সাঁতারু এর আগে অলিম্পিক্সের ছাড়পত্র জোগাড় করতে পারেননি। তবে এ বার ভারতের সেই আক্ষেপ মিটিয়ে দিলেন মানা প্যাটেল। টোকিও অলিম্পিক্সে যোগ্যতা অর্জন করে নতুন নজির গড়লেন মানা। নাম লেখালেন ইতিহাসে।

তবে সরাসরি তিনি যোগ্যতা অর্জন করতে পারেননি। ‘ইউনিভার্সালিটি কোটা’র মাধ্যমেই অলিম্পিক্সে যাওয়ার ছাড়পত্র পেয়েছেন আহমেদাবাদের মহিলা সাঁতারু। সজন প্রকাশ এবং শ্রীহরি নটরাজের পর দেশের তৃতীয় সাঁতারু হিসেবে টোকিও-র টিকিট নিশ্চিত করলেন মানা।

ইন্টারন্যাশনাল অলিম্পিক্স কমিটির নিয়ম অনুযায়ী প্রতিটি দেশ থেকে ‘ইউনিভার্সালিটি কোটা’য় একজন পুরুষ এবং একজন মহিলা প্রতিযোগীকে গেমসের ছাড়পত্র দেওয়া হয়ে থাকে। সেই কোটাতেই অলিম্পিক্স সিলেকশন বি টাইমের ভিত্তিতে ইতিহাস রচনা করার সুযোগ পেয়েছেন মানা। টোকিও গেমসে ১০০ মিটার ব্যাকস্ট্রোক ইভেন্টে ভারতের হয়ে তিনি প্রতিনিধিত্ব করবেন।

মানার জন্য উচ্ছ্বসিত দেশের ক্রীড়ামন্ত্রী কিরেণ রিজিজু। তিনি আহমেদাবাদের সাঁতারুকে শুভেচ্ছা জানিয়ে টুইটে লিখেছেন, ‘ব্যাকস্ট্রোক সুইমার মানা প্যাটেল ভারতের প্রথম মহিলা সাঁতারু এবং সবার মধ্যে তৃতীয় সাঁতারু, যিনি অলিম্পিক্সের যোগ্যতা অর্জন করেছেন। ইউনিভার্সালিটি কোটায় ও অলিম্পিক্সের ছাড়পত্র পেয়েছে। ওকে আমার অসংখ্য শুভেচ্ছা।’