
স্পোর্টস ডেস্ক।। দুই ম্যাচ জিতে আগেই সিরিজের শিরোপা নিশ্চিত করেছে স্বাগতিক ইংল্যান্ড নারী ক্রিকেট দল। শেষ ম্যাচে ভারত দল শুধু হোয়াইওয়াশই এড়ায়নি, ম্যাচে হয়েছে একটি বিশ্বরেকর্ডও।
শেষ ম্যাচে ৮৬ বল ৮ বাউন্ডারিতে ৭৫ রানের হার না মানা এক ইনিংস খেলেন। এমন দুর্দান্ত ইনিংসটিকে পারলে ফ্রেমে বাধাই করে রাখবেন মিতালি। ইনিংসটি হোয়াইটওয়াশ এড়ানোর পাশাপাশি বিশ্বরেকর্ডেও স্থান করে নিয়েছে।
মূলত ইনিংসের ২৪তম ওভারে ১২তম রানেই বিশ্বরেকর্ডটি স্পর্শ করে বনে যান আন্তর্জাতিক নারী ক্রিকেটের এ সর্বোচ্চ রান সংগ্রাহক। পেছনে ফেলেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক শার্লট এডওয়ার্ডসকে।
১০ হাজার ২৭৩ রান নিয়ে নারীদের তিন ফরম্যাটে এতদিন ধরে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন এডওয়ার্ডস।
ওরচেস্টারের কাউন্টি গ্রাউন্ড মাঠে শনিবার ৭৫ রানের অপরাজিত ইনিংসের পর এখন মিতালির মোট রান ১০ হাজার ৩৩৭। ম্যাচশেষে এ বিশ্বরেকর্ডের ব্যাপারে জিজ্ঞেস করা হলে মিতালি রাজ তেমন বেশি কিছু বলেননি।
বললেন, ‘আমি শুধু খুশি। ধন্যবাদ। আমি কখনও মাঠে হাল ছেড়ে দিইনি। আমি দলের জন্য ম্যাচটি জিততে চেয়েছিলাম।’
মিথিলা ও এডওয়ার্ডসের পর তিনে থাকা সুটি বেটস অনেক পেছনে। নিউজিল্যান্ডের এই ব্যাটারের রান ৭৮৪৯। মেয়েদের ওয়ানডেতে সবচেয়ে বেশি রান মিতালির, ৭ ৩০৪। এখানেও দুইয়ে এডওয়ার্ডস, ৫৯৯২। মেয়েদের ওয়ানডেতে কমপক্ষে ৪ হাজার রান করেছেন, এমন ব্যাটারদের মধ্যে পঞ্চাশ ছোঁয়া ব্যাটিং গড় কেবল মিতালিরই, ৫১.৮০।
নিজস্ব সংবাদদাতা 







































