
স্পোর্টস ডেস্ক।।উইম্বলনে নারী ডাবলসে শুরুটা আশা জাগানিয়া ছিল ভারতের টেনিস সেনসেশন সানিয়া মির্জার। প্রথমে রাউন্ডে বৃহস্পতিবার জয়ী হয়েছিলেন সানিয়া মির্জা এবং বেথানি ম্যাটেক-স্যান্ড জুটি।
কিন্তু দ্বিতীয় রাউন্ডে এসে সবাইকে হতাশ করলেন। ইন্দোআমেরিকা জুটির কাছে রীতিমতো বিধ্বস্ত তিনি। সঙ্গী বেথানি ম্যাটেক-স্যান্ডকে নিয়ে কিছুই করতে পারলেন না।
৪-৬, ৩-৬-এ হেরে টুর্নামেন্ট থেকেই ছিটকে গেলেন সানিয়া। এদিন শুরু থেকেই চাপে ছিলেন সানিয়া-বেথানি।
করেছিলেন। কিন্তু শনিবার দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিলেন সানিয়া মির্জা এবং তাঁর সঙ্গী বেথানি ম্যাটেক-স্যান্ড।
প্রথম সেটে কিছুটা লড়াই করেছিলেন তারা। কিন্তু দ্বিতীয় সেটে এলেনা ভেসনিনা এবং ভেরোনিকা কুদেরমেতোভার কাছে কার্যত উড়ে গেলেন তারা।
রাশিয়ার জুটির কাছে এমন পরাস্ত হয়ে নারী ডাবলসে সানিয়ার আশা শেষ হয়ে গেল। তবে মিক্সড ডাবলসের লড়াইয়ে এখনও টিকে আছেন হায়দরাবাদের এ সুন্দরী।
আজ মিক্সড ডাবলসে রোহান বোপান্নাকে সঙ্গে নিয়ে ব্রিটিশ জুটি আইদান ম্যাকহিউ ও এমিলে ওয়েবলে- স্মিথের মুখোমুখি হবেন সানিয়া।
তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস
নিজস্ব সংবাদদাতা 







































