
স্পোর্টস ডেস্ক।। জিম্বাবুয়ের বিপক্ষে বুধবার থেকে শুরু হবে একমাত্র টেস্ট ম্যাচ। তার আগে জিম্বাবুয়ে একাদশের বিপক্ষে দুইদিনের প্রস্তুতি ম্যাচ খেলছে বাংলাদেশ। প্রথম দিনে শনিবার দুর্দান্ত ব্যাটিং করেছেন টাইগাররা।
হারারের তাকাসিনহা স্পোর্টস ক্লাব মাঠে দ্বিতীয় দিনের খেলা শুরু হয়েছে। আগের দিন দুর্দান্ত ব্যাট করে মাত্র ২ উইকেট হারিয়ে ৩১৩ রান জড়ো করা বাংলাদেশ।
সাকিব আল হাসান ৭৪ রান করে ব্যাট ছেড়ে দেন, সাইফ হাসান করেন ৬৫ রান এবং নাজমুল হোসেন শান্ত খেলেন ৫২ রানের ইনিংস।
দ্বিতীয় দিন আর ব্যাটিংয়ে নামেনি টাইগাররা। ইনিংস ঘোষণা করেন অধিনায়ক মুমিনুল হক সৌরভ।আর বল হাতে নেমে শুরুতেই সাফল্য পেল বাংলাদেশ।
৩১৪ রান পাহাড়ে চাপা পড়ে উদ্বোধনী জুটি ১৩ রানের বেশি যোগ করতে পারেননি। পেসার শরিফুল ইসলামের বলে আউট হয়ে গেছেন ওপেনার মিল্টন শুম্বা। ১০ বলে ২ রান করে তাসকিনের হাতে ক্যাচ তুলে দেন শুম্বা।
এই প্রতিবেদন লেখার সময় ৫ ওভার শেষে জিম্বাবুয়ের সংগ্রহ ১ উইকেট হারিয়ে ১৪ রান। ব্যাট করেছেন তাকুজাওয়ানাশে কাইতানো ও মুদজিঙ্গানিয়ামা ।
সংক্ষিপ্ত স্কোর (২য় দিন ১ম সেশন)
টস : বাংলাদেশ একাদশ
বাংলাদেশ একাদশ ১ম ইনিংস : ৩১৩/২ (৯০ ওভার) ডিক্লেয়ার
সাদমান ০ (৩০)
সাইফ ৬৫ (১০৮) – স্বেচ্ছায় অবসর
শান্ত ৫২ (১০৭) – স্বেচ্ছায় অবসর
মুমিনুল ২৯ (৭৭)
সাকিব ৭৪ (৫৬) – স্বেচ্ছায় অবসর
লিটন ৩৭ (৮২) – স্বেচ্ছায় অবসর
রিয়াদ ৪০ (৭১)*
মিরাজ ৫ (১১)*
জংওয়ে ১১-৫-২৩-১
চিপুঙ্গু ৮-১-৩৪-১
জিম্বাবুয়ে একাদশ ১ম ইনিংস : ১৪/১ (৫ ওভার)
কাইতানো ৯ (১২)*
শুম্বা ২ (১০)
মুদজিঙ্গানিয়ামা ১ (৯)
জিম্বাবুয়ে একাদশ ২৯৯ রানে পিছিয়ে।
নিজস্ব সংবাদদাতা 




































