শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ফিলিপাইনে সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১৭

আন্তর্জাতিক ডেস্ক।। ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে বিমানবাহিনীর এক উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এতে কমপক্ষে ১৭ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

রোববার (৪ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। বিমানটি মিনদানাও দ্বীপের কাগায়ান ডি ওরো থেকে জোলো দ্বীপে ৯২ জন সেনা সদস্যকে বহন করে নিয়ে যাচ্ছিল। জোলো বিমানবন্দরে অবতরণের সময় সি-১৩০ হারকিউলিস বিমানটি রানওয়ের বাইরে চলে যায়। এসময় বিমানটিতে আগুন ধরে যায়।

উদ্ধারকর্মীরা কমপক্ষে ১৭টি মরদেহ উদ্ধার করেছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিমানটি থেকে আরও ৪০ জনকে আহত উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে।

ফিলিপাইনের সেনাপ্রধান জেনারেল সোবেজানা সাংবাদিকদের বলেন, বিমানটি অবতরণের সময় রানওয়ে মিস করে। এটি আবারও নিয়ন্ত্রণে আসার চেষ্টা করলেও ব্যর্থ হয়।

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে ইসলামি উগ্রবাদী জঙ্গিগোষ্ঠীগুলোকে মোকাবিলা করতে সেখানে সেনা সদস্য মোতায়েন করেছে সরকার। মোতায়েন করা অতিরিক্ত সেনা সদস্যদের একটি অংশ নিয়ে বিমানটি জোলো দ্বীপে যাচ্ছিল।

জনপ্রিয়

কুষ্টিয়ায় হেযবুত তওহীদের জনসভা অনুষ্ঠিত

ফিলিপাইনে সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১৭

প্রকাশের সময় : ০৭:৪২:৪১ অপরাহ্ন, রবিবার, ৪ জুলাই ২০২১

আন্তর্জাতিক ডেস্ক।। ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে বিমানবাহিনীর এক উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এতে কমপক্ষে ১৭ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

রোববার (৪ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। বিমানটি মিনদানাও দ্বীপের কাগায়ান ডি ওরো থেকে জোলো দ্বীপে ৯২ জন সেনা সদস্যকে বহন করে নিয়ে যাচ্ছিল। জোলো বিমানবন্দরে অবতরণের সময় সি-১৩০ হারকিউলিস বিমানটি রানওয়ের বাইরে চলে যায়। এসময় বিমানটিতে আগুন ধরে যায়।

উদ্ধারকর্মীরা কমপক্ষে ১৭টি মরদেহ উদ্ধার করেছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিমানটি থেকে আরও ৪০ জনকে আহত উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে।

ফিলিপাইনের সেনাপ্রধান জেনারেল সোবেজানা সাংবাদিকদের বলেন, বিমানটি অবতরণের সময় রানওয়ে মিস করে। এটি আবারও নিয়ন্ত্রণে আসার চেষ্টা করলেও ব্যর্থ হয়।

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে ইসলামি উগ্রবাদী জঙ্গিগোষ্ঠীগুলোকে মোকাবিলা করতে সেখানে সেনা সদস্য মোতায়েন করেছে সরকার। মোতায়েন করা অতিরিক্ত সেনা সদস্যদের একটি অংশ নিয়ে বিমানটি জোলো দ্বীপে যাচ্ছিল।