
নজরুল ইসলাম।। যশোরের ঝিকরগাছায় ৮ ব্যক্তির মৃত্যু ও করোনা রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ওয়ার্ড চালু করা হয়েছে।
রোববার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ রাশিদুল আলম জানান, আজ থেকে এ স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা রোগীদের সেবা নিশ্চিত করতে করোনা ওয়ার্ডে ৩০ টি বেড চালু করা হয়েছে। তিনি জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল হক এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে পরামর্শেক্রমে এ বেড চালু করা হয়। এর মধ্যে ২০ টি বেডকে রেড জোন এবং ১০ টি বেডকে ইয়োলো জোন হিসাবে ভাগ করা হয়েছে। করোনা পরীক্ষায় যারা পজেটিভ হবেন তারা রেড জোন এর বেডে এবং যারা করোনা উপসর্গ নিয়ে ভর্তি হবেন তারা ইয়োলো জোন বেডে ভর্তি থাকবেন।
তিনি আরো জানান, রোববার উপজেলা পরিষদের পক্ষ থেকে রোগীদের জন্য ৭ টি অক্সিজেন সিলিন্ডার ও ১৫ টি পালস অক্সিমিটার প্রদান করা হয়েছে। রোববার সকালে উপজেলা পরিষদ চত্বরে ডাঃ রাশিদুল আলমের হাতে এগুলো তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল হক, ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, এমপির প্রতিনিধি নাসির উদ্দীন প্রমুখ।
নিজস্ব সংবাদদাতা 






























