
শহীদ জয়,যশোর ব্যুরো।।জেলায় করোনা পরিস্থিতি ভয়াবহ৷ প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা৷ বাড়ছে মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় ৮২০ জনের নমুনা পরীক্ষা করে ২৮৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৫১৮ জনে।
একই সময়ে জেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ জন। এনিয়ে জেলায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭৬ জনে।
সোমবার যশোর সিভিল সার্জন অফিসের করোনা ফোকাল পারসন ডা. রেহনেওয়াজ এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ৮২০ জনের নমুনা পরীক্ষা করে ২৮৬ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। এর মধ্যে যশোর সদর উপজেলায় ১২৪ জন, কেশবপুরে ২১ জন, ঝিকরগাছায় ৩৭ জন, অভয়নগরে ৩১ জন, মনিরামপুরে ১৯ জন, বাঘারপাড়ায় ১০ জন, শার্শায় ২১ জন ও চৌগাছায় ২৩ জন রয়েছেন।
নিজস্ব সংবাদদাতা 







































