বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫, ১৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বকশীগঞ্জ কোভিট- ১৯ প্রতিরোধে মেডিকেল সরঞ্জামাদি হস্তান্তর

আল মোজাহিদ বাবু, জামালপুর(বকশীগঞ্জ)।।  

জামালপুরের বকশীগঞ্জে করোনা ভাইরাস প্রতিরোধ ও সাস্থব্যধি নিশ্চিত  করার লক্ষ্যে জনসাধারণের মাঝে বিতরণ করার জন্য বিভিন্ন দপ্তরের মাঝে ১০ হাজার মাস্কসহ মেডিকেল সরঞ্জামাদি হস্তান্তর করাহয়।

৬ জুলাই সমবার বিকাল ৫ টায় উপজেলা পরিষদের চত্বরে এসব হস্তান্তর করেন।  দপ্তর গুলো হলো উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বকশীগঞ্জ থানা পুলিশ।

বকশীগঞ্জের ঐহিত্যবাহী গাজী পরিবারের কৃতি সন্তান আলহাজ্ব গাজী মো.আমানুজ্জামানের সার্বিক ব্যবস্থাপনায় এবং আলহাজ গাজী আমানুজ্জামান মডার্ন কলেজের উদ্যোগে বকশীগঞ্জ উপজেলার গুরুত্বপূর্ণ চারটি দপ্তরের প্রধানদের হাতে  ১০ হাজার মাস্ক, ৫ টি অক্সমিটার, ১৩ লিটার সেপনিল হ্যান্ড স্যানিটাইজার, সেপনিল হ্যান্ড স্যানিটাইজার (স্প্রে ২০০ মিলি) ৩০ টি, ১০ লিটার হ্যাক্সিসল, ৩০ টি হ্যাক্সিসল (২৫০ মিলি), ১৩ লিটার লাইফবয় হ্যান্ড ওয়াস, ৩০ টি লাইফবয় হ্যান্ড ওয়াস (২০০ মিলি স্প্রে), এক হাজার পিস সার্জিক্যাল ক্যাপ, ৮০০ পিস হ্যান্ড গ্লাভস কর্মকর্তাদের মাঝে হস্তান্তর  করা হয়। এসব কর্মকর্তারা স্থানীয় হতদরিদ্র, মাস্ক বিহীন মানুষকে পর্যায়ক্রমে বিতরণ করবেন।

করোনা প্রতিরোধ সামগ্রী বিতরণ কালে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুন মুন জাহান লিজা, সহকারী কমিশনার (ভূমি) স্নিগ্ধা দাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রতাপ নন্দী, আলহাজ গাজী আমানুজ্জামান মডার্ন কলেজের সাবেক অধ্যক্ষ হেলাল উদ্দিন খান, প্রভাষক জুলফিকার মামুন, প্রভাষক আল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

পঞ্চগড়ে কৃষকের অধিকার ও অন্তর্ভুক্তিকরন এবং নারী ও শিশুর সহিংসতারোধে গণসমাবেশ অনুষ্ঠিত

বকশীগঞ্জ কোভিট- ১৯ প্রতিরোধে মেডিকেল সরঞ্জামাদি হস্তান্তর

প্রকাশের সময় : ১০:৫১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুলাই ২০২১

আল মোজাহিদ বাবু, জামালপুর(বকশীগঞ্জ)।।  

জামালপুরের বকশীগঞ্জে করোনা ভাইরাস প্রতিরোধ ও সাস্থব্যধি নিশ্চিত  করার লক্ষ্যে জনসাধারণের মাঝে বিতরণ করার জন্য বিভিন্ন দপ্তরের মাঝে ১০ হাজার মাস্কসহ মেডিকেল সরঞ্জামাদি হস্তান্তর করাহয়।

৬ জুলাই সমবার বিকাল ৫ টায় উপজেলা পরিষদের চত্বরে এসব হস্তান্তর করেন।  দপ্তর গুলো হলো উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বকশীগঞ্জ থানা পুলিশ।

বকশীগঞ্জের ঐহিত্যবাহী গাজী পরিবারের কৃতি সন্তান আলহাজ্ব গাজী মো.আমানুজ্জামানের সার্বিক ব্যবস্থাপনায় এবং আলহাজ গাজী আমানুজ্জামান মডার্ন কলেজের উদ্যোগে বকশীগঞ্জ উপজেলার গুরুত্বপূর্ণ চারটি দপ্তরের প্রধানদের হাতে  ১০ হাজার মাস্ক, ৫ টি অক্সমিটার, ১৩ লিটার সেপনিল হ্যান্ড স্যানিটাইজার, সেপনিল হ্যান্ড স্যানিটাইজার (স্প্রে ২০০ মিলি) ৩০ টি, ১০ লিটার হ্যাক্সিসল, ৩০ টি হ্যাক্সিসল (২৫০ মিলি), ১৩ লিটার লাইফবয় হ্যান্ড ওয়াস, ৩০ টি লাইফবয় হ্যান্ড ওয়াস (২০০ মিলি স্প্রে), এক হাজার পিস সার্জিক্যাল ক্যাপ, ৮০০ পিস হ্যান্ড গ্লাভস কর্মকর্তাদের মাঝে হস্তান্তর  করা হয়। এসব কর্মকর্তারা স্থানীয় হতদরিদ্র, মাস্ক বিহীন মানুষকে পর্যায়ক্রমে বিতরণ করবেন।

করোনা প্রতিরোধ সামগ্রী বিতরণ কালে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুন মুন জাহান লিজা, সহকারী কমিশনার (ভূমি) স্নিগ্ধা দাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রতাপ নন্দী, আলহাজ গাজী আমানুজ্জামান মডার্ন কলেজের সাবেক অধ্যক্ষ হেলাল উদ্দিন খান, প্রভাষক জুলফিকার মামুন, প্রভাষক আল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।