
স্পোর্টস ডেস্ক।। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ইনিংসে ৪৬৮ রানে থেমেছে বাংলাদেশ। ২৭৮ বল খেলে ১৫০ রানে অপরাজিত ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। ১৩৪ বলে তাসকিন আহমেদের ব্যাট থেকে এসেছে ৭৫ রান।
১২২তম ওভারের দ্বিতীয় বলে এক্সটা কাভার অঞ্চল দিয়ে চার মেরে দলীয় সংগ্রহ সাড়ে ৪০০ পার করেছে বাংলাদেশ। ১২২ ওভার শেষে ৮ উইকেটে হারিয়ে মোট সংগ্রহ ৪৫৮ রান। ২৬৫ বলে ১৪২ রান মাহমুদুল্লার। ১৩০ বলে তাসকিন তুলেছেন ৭৫ রান।
টেলেন্ডার তাসকিন আহমেদকে নিয়ে দেড়শ রানের জুটি গড়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। ১১৪ ওভার পর ৮ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৪২০ রান। ১২ চার ১ ছয়ে ২৪০ বলে মাহমুদুল্লাহ তুলেছেন ১১৯ রান। নয়টি চার মেরে ১০৬ বলে তাসকিনের করেছেন ৬১ রান।
তাসকিন-মাহমুদউল্লাহ’র ব্যাটে চড়ে স্বস্তিতে মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ দল। প্রথম দিনের ২৯৪ রানের সঙ্গে দ্বিতীয় দিনের প্রথম সেশনে যোগ অরেছেন আরও ১১০ রান। বিরতিতে যাবার আগে বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটে ৪০৪ রান।
১০৪.০ ওভার: তাসকিন-রিয়াদের ব্যাটে ৪০০ রান পার করল বাংলাদেশ। প্রথম দিনে ৮ উইকেটে ২৯৪ রানে দিন শেষ করেন তাসকিন-মাহমুদউল্লাহ। আজ দ্বিতীয় দিনেও দারুণ ব্যাটিং করছেন দুজনে।
দ্বিতীয় দিনের প্রথম সেশন শেষ হবার আগেই মাহমুদউল্লাহ তুলে নিয়েছেন ক্যারিয়ারের পঞ্চম শতক আর তাসকিন করেছেন ক্যারিয়ারের প্রথম অর্ধশতক। এখন পর্যন্ত দুজনের ১৩১ রানের জুটিতে বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটে ৪০০ রান।
১০০.০ ওভার: তাসকিন-রিয়াদের ব্যাটে চড়ে বড় সংগ্রহের পথে বাংলাদেশ। প্রথম দিনে ২৯৪ রানে দিন শেষ করেন দুজন। আজ দ্বিতীয় দিনের প্রথম সেশনটাও দুর্দান্ত ব্যাটিং করছেন দুজনে।
এরমাঝে ক্যারিয়ারে পঞ্চম সেঞ্চুরি তুলে নিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। তার সঙ্গে তাসকিনও তুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারের প্রথম অর্ধশতক। এখন পর্যন্ত দুজনের ১২৪ রানের জুটি, বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটে ৩৯৫ রান।
৯৯.৩ ওভার: ক্যারিয়ারে পঞ্চম শতকের দেখা পেলেন মাহমুদউল্লাহ রিয়াদ। দীর্ঘ ১৬ মাস পর টেস্ট খেলতে নেমেই চমক তার ব্যাটে। ২০১৯ সালের ২৮ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের হ্যামিল্টনে সবশেষ শতকের দেখা পান এই টাইগার ব্যাটসম্যান।
৯৭.০ ওভার: তাসকিন-মাহমুদউল্লাহ’র ব্যাটে ৮ উইকেটে ২৯৪ রানে প্রথম দিন শেষ করে বাংলাদেশ। দ্বিতীয় দিনেও হাসছে তাদের ব্যাট। দুজনের জুটি লম্বা হচ্ছে সময় যত গড়াচ্ছে। দুজন মিলে স্কোরবোর্ডে যোগ করেছেন ৯৩ রান। ৯৭ ওভারে সংগ্রহ ৮ উইকেটে ৩৬৪ রান। মাহমুদউল্লাহ ৮৬ আর তাসকিন অপরাজিত রয়েছেন ৪০ রানে।
প্রথম দিনের দুই সেশনে ধুঁকতে থাকা বাংলাদেশ শেষ পর্যন্ত ঘুরে দাঁড়ালেও নিয়মিত উইকেট হারাতে থাকে। তবে প্রথম দিনের শেষ সেশনে তাসকিন আহমেদকে নিয়ে ৮ উইকেটে ২৯৪ রানে দিন শেষ করেন মাহমুদউল্লাহ।
দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে দুজনের ব্যাটে চড়ে ৩০০ রান পার করেছে বাংলাদেশ। ৯১ ওভারে সংগ্রহ ৮ উইকেটে ৩৩৬ রান। মাহমুদউল্লাহ ৬৯ আর তাসকিন অপরাজিত রয়েছেন ৩২ রানে।
জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে একমাত্র টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরু। প্রথম দিনে মুমিনুল হক (৭০), লিটন দাস (৯৫) ও মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাটে রান আসলেও পিছিয়ে থেকে দিন শেষ করে বাংলাদেশ।
স্বাগতিক বোলারদের তোপের মুখে ৯ ব্যাটসম্যান নিয়েও বিপাকে পড়তে হয় বাংলাদেশকে। শুরুতে সাইফ হাসান (০) ও নাজমুল হোসেন শান্তর (২) বিদায়ে বিপাকে পড়ে দল।
এরপর মুমিনুল হক ও সাদমানের জুটি ভালো কিছুর আভাস দিলেও থামে ৬০ রান যোগ করে। মাহমুদউল্লাহ ও লিটন দাসের জুটি থেকে আসে সর্বোচ্চ ১৩৮ রান। লিটন থামেন শতক থেকে ৫ রান দূরে থাকতে।
প্রথম দিনে ৮৩ ওভার খেলে বাংলাদেশ সংগ্রহ করে ৮ উইকেটে ২৯৪ রান। মাহমুদউল্লাহ ৫৪ ও তাসকিন আহমেদ অপরাজিত আছেন ১৩ রানে। দ্বিতীয় দিনে বাংলাদেশের ভিত মজবুত করার বড় দায়িত্বটাই এখন এই দুইজনের কাঁধে। তবে স্বাগতিক বোলারদের সামনে কতক্ষণ টিকে থাকা যায় সেটাও বড় বিষয়।
নিজস্ব সংবাদদাতা 







































