
বেনাপোল প্রতিনিধি ।। বেনাপোল পোর্ট থানার পুটখালী ইউনিয়নের বালুন্ডা গ্রামে অভিযান চালিয়ে ১টি পিস্তল ও ১ রাউন্ড গুলি সহ মাজহারুল ইসলাম মিন্টু (৪৩) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি।
বৃহস্পতিবার (০৮ জুলাই) বিকেলে তাকে আটক করা হয়।সে বালুন্ডা গ্রামের আব্দুর রহমান বিশ্বাসের ছেলে।
২১ বিজিবির পুটখালী ক্যাম্পের কমান্ডার সুবেদার মশিউর রহমান জানান,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি অস্ত্র ব্যবসায়ীরা ভারত থেকে অস্ত্রের একটি চালান এনে বালুন্ডা গ্রামের উত্তরপাড়ার বাবুর বাড়ির পিছনে বেচাকেনা করছে। এমন সংবাদে পুটখালি ক্যাম্পের হাবিলদার মামুনুর রশিদ এর নেতৃত্বে একটি টহল সেখানে অভিযান চালিয়ে একটি পিস্তল ও এক রাউন্ড গুলি সহ তাকে হাতেনাতে আটক করেন।আটকের নামে অস্ত্র আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
নিজস্ব সংবাদদাতা 







































