
বেনাপোল প্রতিনিধি।। যশোরের শার্শায় ৪ কেজি গাঁজাসহ বেনাপোল পোর্ট থানার সরবাংহুদা গ্রামের মৃত, আব্দুস সামাদ মীরের ছেলে জিন্নাত আলী (৫২) ও যশোর আরএন রোড এলাকার মৃত, নুর মোহাম্মদ আলীর ছেলে এসকেন্দার আলী (৪৫) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোড়পাড়া ফাঁড়ির পুলিশ সদস্যরা।
শুক্রবার (০৯ জুলাই) দুপুর সাড়ে ১২ টার দিকে শার্শার লক্ষনপুর ইউনিয়নের ফুলসারা গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়।
পুলিশ জানায়, তাদের কাছে গোপন একটি খবর আসে একদল মাদক ব্যবসায়ী ভারত থেকে বিপুল পরিমাণ মাদকের একটি চালান পাচার করে এনে শার্শার ফুলসারা গ্রামে অবস্থান করছে ।এমন সংবাদের ভিত্তিতে গোড়পাড়া পুলিশ ফাঁড়ির কমান্ডার এসআই সামনুর মোল্লা সংগীয় টহল দল নিয়ে সেখানে অভিযান পরিচালনা করে জিন্নাত আলী ও এসকেন্দারকে ৪ কেজি গাঁজা সহ হাতেনাতে আটক করে।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুল আলম খান ৪ কেজি গাঁজা সহ ফুলসরা গ্রামের জনৈক আলী হোসেনের আলীর বাড়ীর সামনে পাকা রাস্তার উপর হতে একটি মোটর সাইকেল সহ জিন্নাত আলী ও এসকেন্দার আলী নামে দুই মাদক ব্যবসায়ীকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, তাদেরকে মাদক আইনে মামলা দিয়ে যশোর আদালতে প্রেরণ করা হয়েছে ।
নিজস্ব সংবাদদাতা 







































