
জুমার নামাজ পড়তে গিয়ে শেষ সম্বল ভ্যানটি চুরি যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছে জোবেদ আলী (৪৮)। করোনা ভাইরাস আর লকডাউনের এই কঠিন মুহুর্তে ব্যাটারিচালিত ভ্যানটি হারিয়ে পরিবার নিয়ে মানবেতর দিন কাটাচ্ছেন অসহায় পরিবারটি।
পরিবারে আয়ের একমাত্র সম্বল ছিল এই ভ্যানটি। গত দুই মাস পুর্বে এনজিও আশা থেকে ৫০ হাজার টাকা ঋণ নিয়ে ব্যাটারিচালিত ভ্যানটি কিনেন। সেই ঋণের টাকাও শোধ হয়নি। এক দিকে করোনা ভাইরাসে কাজকর্ম বন্ধ অন্য দিকে কিস্তির টাকা আবার পরিবার খাবার জোগার নিয়ে হতাশা হয়ে পড়েন ভ্যান চালক জোবেদ আলী।গত শুক্রবার (৯ জুলাই) দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সীমান্তে অবস্থিত বড়খাতা দোলাপাড়া কেরামতিয়া বড় জামে মসজিদে জুমার নামাজ পড়তে গিয়ে ভ্যানটি চুরি হয়।হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের পুর্ব সারডুবী গ্রামের ভ্যান চালক জোবেদ আলী (৪৮)।
স্ত্রী ও তিন মেয়েকে নিয়ে তার অভাবের সংসার। গত বছরে অনেক কষ্টে বড় মেয়েকে বিয়ে দেন। এক মেয়ে মায়া আক্তার ৫ম শ্রেণি ও জুই ৪র্থ শ্রেণিতে পড়াশুনা করেন স্থানীয় পাইকারটারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে। জায়গা জমি বলতে বাড়িভিটে সহ মাত্র ২০ শত জমি। বড়মেয়ের বিয়ে দেওয়া সময় ১৫ শত জমি বন্ধক রাখেন জাবেদ আলী। প্রতি দিন ভ্যান চালিয়ে যা আয় হয় তা দিয়ে দুই বেলা খাবার জোটে পরিবারের। ভ্যানটি চুরি যাওয়ায় পরিবারটি ঘরে চুলা জ্বলেনি।স্থানীয়রা জানান, গত শুক্রবার দুপুরে উপজেলার বড়খাতা দোলাপাড়া কেরামতিয়া বড় জামে মসজিদে যাত্রী নামিয়ে দিয়ে মাঠে ভ্যানটি রেখে জুমার নামাজ পড়তে যায় জোবেদ আলী। নামাজ শেষে এসে দেখেন ভ্যানটি চুরি হয়। অনেক খুঁজেও ভ্যানটি না পেয়ে হাউমাউ করে কাঁদতে থাকেন জোবেদ আলী।
জোবেদ আলী স্ত্রী জাবেদা বেগম জানান, আমার স্বামী নামাজ পড়তে গিয়ে ভ্যানটি চুরি হয়। এই করোনা ভাইরাসে কাজকর্ম নাই এখন বাচ্চাদের নিয়ে কি খাব কোন উপায় নাই।ভ্যান চালক জোবেদ আলী বলেন, ভ্যানটি রেখে নামাজে যাই এসে দেখি ভ্যান নাই। ভ্যানটা হারিয়ে বর্তমান আমি পঙ্গ। এদিকে স্ত্রীও অসুস্থ। এই করোনা ভাইরাসে কাজকর্ম নাই চুলা ধরারও চাল ডাল নাই চারটা লোক খাব তার কোন পদ নাই। এই গাড়িটাই আমার একমাত্র পদ ছিল। স্ত্রী জন্য প্রতিদিন ৫০ট াকা ঔষধ প্রয়োজন হয়। সব হারিয়ে আমি প্রায় নি:শ্ব।
বড়খাতা দোলাপাড়া কেরামতিয়া জামে মসজিদের সভাপতি হাবিবুর রহমান বলেন, অসহায় জোবেদ আলী ভ্যানটি নামাজ পড়া অবস্থায় চুরি হয়। সে একজন অসহায় মানুষ ভ্যান চালিয়ে সংসার চালান। তার ভ্যানটি কেনার জন্য সমাজের বিত্তবান মানুষদের এগিয়ে আসার জন্য অনুরোধ করছি।
এ বিষয়ে বড়খাতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু হেনা মোস্তফা জামাল সোহেল বলেন, জোবেদ আলী একজন গরিব ভ্যান চালক তার ভ্যানটি চুরি যাওয়ায় খুবই দু:খ জনক।
নিজস্ব সংবাদদাতা 







































