শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

দিল্লিতে ৩৫০ কেজি হেরোইন উদ্ধার, আটক -৪

সেলিম রেজা, বিদেশ ডেস্ক।।
ভারতের রাজধানী নয়া দিল্লির পুলিশ ৩৫০ কিলোগ্রাম হেরোইন উদ্ধার করেছে। পুলিশের উদ্ধার করা হেরোইনের আনুমানিক মূল্য হতে পারে আড়াই হাজার কোটি রুপি। এই ঘটনায় চার ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এখবর জানিয়েছে।
গ্রেফতারকৃত চারজনের মধ্যে তিনজন হারিয়ানা ও একজন দিল্লির বাসিন্দা।
এটি দিল্লি পুলিশের স্পেশাল সেলের উদ্ধার করা মাদকদ্রব্যের বৃহত্তম চালানগুলোর একটি। পুলিশ আশা করছে, এই উদ্ধারের ফলে একটি বৃহত্তম আন্তর্জাতিক মাদকচক্র উন্মোচিত হয়েছে। ঘটনাটি পুলিশ মাদক-সন্ত্রাসের দৃষ্টিকোণ থেকে তদন্ত করছে। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ চলছে।
শনিবার এক সংবাদ সম্মেলনে স্পেশাল সেনোর নিরাজ ঠাকুর জানান, এক মাস ধরে এই অভিযান পরিচালনা করা হয়। এই মাদকদ্রব্য আফগানিস্তান থেকে এসেছে। কন্টেইনারে লুকিয়ে মুম্বাই থেকে দিল্লিতে পাচার করা হয়। এগুলো পাঞ্জাবে পাঠানো হওয়ার কথা ছিল।
তিনি বলেন, মধ্য প্রদেশের শিবপুরির কাছে একটি কারখানায় এসব হেরোইন প্রক্রিয়াজাত করা হয়। ফরিদাবাদে একটি বাড়ি ভাড়া নেওয়া হয় এগুলো লুকিয়ে রাখার জন্য। চক্রের অপারেটর আফগানিস্তানে অবস্থান করছে। ঠাকুরের মতে, এই চোরাচালানের অর্থ পাকিস্তান থেকে এসেছে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
গত মাসের দিল্লির নারকোটিকস কন্ট্রোল ব্যুরো একটি আন্তর্জাতিক মাদকপাচার চক্রকে গ্রেফতার করে। ২২ লাখ সাইকোট্রপিক ট্যাবলেট, ২৪৫ কেজি হেরোইনসহ আট ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
জনপ্রিয়

শেখ হাসিনা-কামালসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

দিল্লিতে ৩৫০ কেজি হেরোইন উদ্ধার, আটক -৪

প্রকাশের সময় : ১০:৩২:১৫ অপরাহ্ন, শনিবার, ১০ জুলাই ২০২১
সেলিম রেজা, বিদেশ ডেস্ক।।
ভারতের রাজধানী নয়া দিল্লির পুলিশ ৩৫০ কিলোগ্রাম হেরোইন উদ্ধার করেছে। পুলিশের উদ্ধার করা হেরোইনের আনুমানিক মূল্য হতে পারে আড়াই হাজার কোটি রুপি। এই ঘটনায় চার ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এখবর জানিয়েছে।
গ্রেফতারকৃত চারজনের মধ্যে তিনজন হারিয়ানা ও একজন দিল্লির বাসিন্দা।
এটি দিল্লি পুলিশের স্পেশাল সেলের উদ্ধার করা মাদকদ্রব্যের বৃহত্তম চালানগুলোর একটি। পুলিশ আশা করছে, এই উদ্ধারের ফলে একটি বৃহত্তম আন্তর্জাতিক মাদকচক্র উন্মোচিত হয়েছে। ঘটনাটি পুলিশ মাদক-সন্ত্রাসের দৃষ্টিকোণ থেকে তদন্ত করছে। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ চলছে।
শনিবার এক সংবাদ সম্মেলনে স্পেশাল সেনোর নিরাজ ঠাকুর জানান, এক মাস ধরে এই অভিযান পরিচালনা করা হয়। এই মাদকদ্রব্য আফগানিস্তান থেকে এসেছে। কন্টেইনারে লুকিয়ে মুম্বাই থেকে দিল্লিতে পাচার করা হয়। এগুলো পাঞ্জাবে পাঠানো হওয়ার কথা ছিল।
তিনি বলেন, মধ্য প্রদেশের শিবপুরির কাছে একটি কারখানায় এসব হেরোইন প্রক্রিয়াজাত করা হয়। ফরিদাবাদে একটি বাড়ি ভাড়া নেওয়া হয় এগুলো লুকিয়ে রাখার জন্য। চক্রের অপারেটর আফগানিস্তানে অবস্থান করছে। ঠাকুরের মতে, এই চোরাচালানের অর্থ পাকিস্তান থেকে এসেছে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
গত মাসের দিল্লির নারকোটিকস কন্ট্রোল ব্যুরো একটি আন্তর্জাতিক মাদকপাচার চক্রকে গ্রেফতার করে। ২২ লাখ সাইকোট্রপিক ট্যাবলেট, ২৪৫ কেজি হেরোইনসহ আট ব্যক্তিকে গ্রেফতার করা হয়।