শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপির অক্সিজেন সেবা চালু শার্শায়

বেনাপোল প্রতিনিধি।। ভিড়ে নয়, নীড়ে থাকুন, বাসার বাইরে গেলে মাস্ক পরুন’- এ স্লোগান সামনে রেখে  বিএনপির উদ্যোগে শার্শা উপজেলায় করোনায় আক্রান্ত রোগীদের জন্য ফ্রি অক্সিজেন সেবা ও করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
রোববার দুপুরে উপজেলার কামারবাড়ী মোড়ে বিএনপি কার্যালয়ে এ কর্মসূচি উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি খায়রুজামান মধু, সাধারণ সম্পাদক আবুল হাসান জহির, বেনাপোল পৌর সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাবুদ্দিন প্রমুখ।
আয়োজকরা জানান, প্রাথমিক পর্যায়ে নয়টি অক্সিজেন সিলিন্ডারসহ প্রয়োজনীয় ওষুধ প্রস্তÍুত রাখা হয়েছে। প্রয়োজনে আরো বাড়ানো হবে। একটি মেডিকেল টিম এই অক্সিজেন সেবা কার্যক্রম পরিচালনা করবে।
জানানো হয়, করোনায় আক্রান্ত মুমূর্ষু রোগীরা মোবাইলে যোগাযোগ করলে তাদের বাড়িতে পৌঁছে দেওয়া হবে অক্সিজেন সিলিন্ডার। অক্সিজেন ফুরিয়ে গেলে আবার নতুন করে দেওয়া হবে। ০১৭১১৮৪১৬৬৬, ০১৭১১৩৭৫১৫৭ নম্বরে যোগাযোগ করা হলে সিলিন্ডার বাড়িতে পৌঁছে যাবে।
এছাড়া এদিন বিএনপির পক্ষ থেকে সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। এ কাজ চলমান থাকবে বলে জানানো হয়।

জনপ্রিয়

শেখ হাসিনা-কামালসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

বিএনপির অক্সিজেন সেবা চালু শার্শায়

প্রকাশের সময় : ০৮:৪৮:৫০ অপরাহ্ন, রবিবার, ১১ জুলাই ২০২১

বেনাপোল প্রতিনিধি।। ভিড়ে নয়, নীড়ে থাকুন, বাসার বাইরে গেলে মাস্ক পরুন’- এ স্লোগান সামনে রেখে  বিএনপির উদ্যোগে শার্শা উপজেলায় করোনায় আক্রান্ত রোগীদের জন্য ফ্রি অক্সিজেন সেবা ও করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
রোববার দুপুরে উপজেলার কামারবাড়ী মোড়ে বিএনপি কার্যালয়ে এ কর্মসূচি উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি খায়রুজামান মধু, সাধারণ সম্পাদক আবুল হাসান জহির, বেনাপোল পৌর সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাবুদ্দিন প্রমুখ।
আয়োজকরা জানান, প্রাথমিক পর্যায়ে নয়টি অক্সিজেন সিলিন্ডারসহ প্রয়োজনীয় ওষুধ প্রস্তÍুত রাখা হয়েছে। প্রয়োজনে আরো বাড়ানো হবে। একটি মেডিকেল টিম এই অক্সিজেন সেবা কার্যক্রম পরিচালনা করবে।
জানানো হয়, করোনায় আক্রান্ত মুমূর্ষু রোগীরা মোবাইলে যোগাযোগ করলে তাদের বাড়িতে পৌঁছে দেওয়া হবে অক্সিজেন সিলিন্ডার। অক্সিজেন ফুরিয়ে গেলে আবার নতুন করে দেওয়া হবে। ০১৭১১৮৪১৬৬৬, ০১৭১১৩৭৫১৫৭ নম্বরে যোগাযোগ করা হলে সিলিন্ডার বাড়িতে পৌঁছে যাবে।
এছাড়া এদিন বিএনপির পক্ষ থেকে সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। এ কাজ চলমান থাকবে বলে জানানো হয়।