
সাতক্ষীরা ব্যুরো ।।
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে মিথ্যা ঘোষণা দিয়ে আমদানি করা ভারতীয় বিভিন্ন ব্রান্ডের মোবাইল, ওষুধ, শাড়ি, থ্রি-পিচ ও বিদেশি সিগারেট আটক করা হয়েছে।
ভারত থেকে ক্যাপসিকাম আমদানির আড়ালে সিঅ্যান্ডএফ এজেন্ট মামুন ট্রেডার্সের নিয়ে আসা প্রায় দেড় কোটি টাকার আমদানি নিষিদ্ধ ভারতীয় এসব পণ্য আটক করেছে ভোমরা কাস্টমস।
ভোমরা কাস্টমসের সহকারী কমিশনার আমির মামুন জানান, শনিবার সন্ধ্যার দিকে ভারতের ঘোজাডাঙ্গা স্থলবন্দর থেকে সাতক্ষীরার ভোমরা বন্দরে সিঅ্যান্ডএফ এজেন্ট মাপুন ট্রেডার্সের ক্যাপসিকামের একটি ট্রাক প্রবেশ করে। আমদানিকারক বগুড়ার মেসার্স সিদ্ধার্থ এন্টারপ্রাইজের আমদানি করা ক্যাপসিকামের মধ্যে মিথ্যা ঘোষণা দিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মোবাইল ও সিগারেট আমদানি করা হচ্ছে, জাতীয় গোয়েন্দা সংস্থার (এনইসআই) দেওয়া এমন সংবাদের ভিত্তিতে কাস্টমস কর্তৃপক্ষ সিঅ্যান্ডএফ মামুন ট্রেডার্সের ওই ট্রাক আটক করে। পরে তল্লাশি করে ৮১ কার্টুন ক্যাপসিকামের মধ্যে বিপুল পরিমাণ ঘোষণা নিষিদ্ধ ভারতীয় পণ্য পাওয়া যায়।
গভীর রাত পর্যন্ত তল্লাশি করে ক্যাপসিকাম কার্টুনের মধ্যে ভারতীয় পোকো এক্স ত্রি ও রেডমি টেন প্রো ৩১২টি মুঠোফোন, নিষিদ্ধ ট্যাবলেটসহ বিভিন্ন ওষুধ, শাড়ি, থ্রি-পিচ ও বিদেশি সিগারেট পাওয়া যায়। যার আনুমানিক মূল্য দেড় কোটি টাকা হতে পারে বলে জানান তিনি।
আমির মামুন আরও জানান, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
নিজস্ব সংবাদদাতা 






























