মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

গাঁজা গাছসহ গ্রেপ্তার-১

সিরাজগঞ্জ প্রতিনিধি।।
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ২০০টি গাঁজা গাছসহ স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিকে গ্রেপ্তার করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১২) সদস্যরা।

 

রোববার (১১ জুলাই) দিনগত রাতে উল্লাপাড়া উপজেলার সলপ রেলওয়ে স্টেশন এলাকা থেকে ২০০টি গাঁজা গাছসহ তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার মো. আতিক জামান ডেভিড সরকার (৪১) উপজেলার ভদ্রকোল পশ্চিমপাড়া এলাকার মৃত মনিরুজ্জামানের ছেলে এবং পঞ্চক্রোশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। 

সোমবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। 

র‌্যাব-১২ এর স্পেশাল কোম্পানির ভারপ্রাপ্ত কমান্ডার সহকারী পুলিশ সুপার জন রানা জানান, ডেভিড সরকার দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় নেশাজাতীয় মাদকদ্রব্য কেনাবেচা করে আসছিল, এমন সংবাদের ভিত্তিতে রোববার রাতে উল্লাপাড়া উপজেলার সলপ রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে ২০০টি গাঁজা গাছসহ তাকে গ্রেপ্তার করা হয়। 

জন রানা বলেন, আটক ডেভিড সরকারের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে উল্লাপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।
জনপ্রিয়

নিজ দেশের নাগরিকদের ‘এখনই ইরান’ ছাড়ার সতর্কসংকেত যুক্তরাষ্ট্রের

গাঁজা গাছসহ গ্রেপ্তার-১

প্রকাশের সময় : ০৩:৩৮:০৮ অপরাহ্ন, সোমবার, ১২ জুলাই ২০২১
সিরাজগঞ্জ প্রতিনিধি।।
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ২০০টি গাঁজা গাছসহ স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিকে গ্রেপ্তার করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১২) সদস্যরা।

 

রোববার (১১ জুলাই) দিনগত রাতে উল্লাপাড়া উপজেলার সলপ রেলওয়ে স্টেশন এলাকা থেকে ২০০টি গাঁজা গাছসহ তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার মো. আতিক জামান ডেভিড সরকার (৪১) উপজেলার ভদ্রকোল পশ্চিমপাড়া এলাকার মৃত মনিরুজ্জামানের ছেলে এবং পঞ্চক্রোশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। 

সোমবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। 

র‌্যাব-১২ এর স্পেশাল কোম্পানির ভারপ্রাপ্ত কমান্ডার সহকারী পুলিশ সুপার জন রানা জানান, ডেভিড সরকার দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় নেশাজাতীয় মাদকদ্রব্য কেনাবেচা করে আসছিল, এমন সংবাদের ভিত্তিতে রোববার রাতে উল্লাপাড়া উপজেলার সলপ রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে ২০০টি গাঁজা গাছসহ তাকে গ্রেপ্তার করা হয়। 

জন রানা বলেন, আটক ডেভিড সরকারের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে উল্লাপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।