
আন্তর্জাতিক ডেস্ক ।।
ইরাকের দক্ষিণাঞ্চলীয় শহর নাসিরিয়ার একটি হাসপাতালের করোনা ইউনিটে অগ্নিকাণ্ডে কমপক্ষে ৫২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৬৭ জন। দেশটির একটি হাসপাতালের করোনায় আক্রান্ত রোগীদের জন্য নির্ধারিত আইসোলেশন ওয়ার্ডে আগুন ছড়িয়ে পড়ার পর এই হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে মঙ্গলবার (১৩ জুলাই) সংবাদমাধ্যম বিবিসি।
বিবিসি জানিয়েছে, সোমবার (১২ জুলাই) রাতে ইরাকের দক্ষিণাঞ্চলীয় শহর নাসিরিয়ার একটি হাসপাতালের করোনা ইউনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ব্যাপক প্রচেষ্টার পর গভীর রাতেই সেই আগুন নেভানো হয়।এখনও আগুন লাগার কারণ জানা যায়নি।
তবে, তাৎক্ষণিকভাবে পাওয়া খবরে ধারণা করা হচ্ছে যে, হাসপাতালের অক্সিজেন ট্যাংক বিস্ফোরণের পর করোনা ইউনিটে আগুন ছড়িয়ে পড়ে।
নিজস্ব সংবাদদাতা 







































