রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ভারত চীন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক, প্রাধান্য পাবে রোহিঙ্গা ইস্যু

স্টাফ রিপোর্টার ।।

উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে গেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। সেখানে মধ্য ও দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সংযুক্তির সম্ভাবনা ও চ্যালেঞ্জবিষয়ক সম্মেলনে যোগ দেবেন তিনি। সফরকালে রাশিয়া, ভারত ও চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক হবে ড. মোমেনের। এসব বৈঠকে প্রাধান্য পাবে রোহিঙ্গা ইস্যু, টিকা সহযোগিতা আলোচনা প্রভৃতি।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিইয়োইয়েভের উদ্যোগে আয়োজিত ওই সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন। ১৫ ও ১৬ জুলাই দুই দিনের এই সম্মেলন অনুষ্ঠিত হবে। তাসখন্দের সম্মেলনে অংশ নেবেন যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, পাকিস্তান ও ইইউসহ বিশ্বের অন্তত ৪০টি দেশ ও জোটের সরকার ও রাষ্ট্রপ্রধানরা। ২৫০ প্রতিনিধি এতে অংশ নেবেন।

জানা গেছে, মূলত অর্থনীতি, সংস্কৃতি ও নিরাপত্তার ক্ষেত্রে সংযুক্তির মাধ্যমে ঐতিহাসিক সম্পর্ক জোরদারের জন্য উজবেকিস্তানের প্রেসিডেন্ট এই সম্মেলনের আয়োজন করেছেন।

যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের ঘোষণার পর থেকেই ক্রমশ সংঘাতপূর্ণ হয়ে উঠেছে আফগানিস্তান। দুই দিনের সম্মেলন সংযুক্তির হলেও সমকালীন প্রসঙ্গ হিসেবে আফগানিস্তান নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

তিনি আরও জানান, চীন জানিয়েছে, বাংলাদেশ সরকারকে আরও ১০ লাখ টিকা উপহার দেবে। বৈঠকে টিকাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, উজবেকিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে ঢাকা-তাসখন্দ সরাসরি বিমান চলাচলের পাশাপাশি ঢাকায় কনস্যুলেট চালুর প্রস্তাব দিয়েছে। পররাষ্ট্রমন্ত্রীর সফরে এ বিষয়গুলো নিয়ে আবার আলোচনার মাধ্যমে চূড়ান্ত রূপ দেওয়ার বিষয়টি এগিয়ে নেওয়া হতে পারে। সম্মেলনের ফাঁকে বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন ড. মোমেন। তিনি উজবেকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করবেন।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বৃহস্পতিবার বৈঠক করবেন পররাষ্ট্রমন্ত্রী। সফরে আরও কয়েকটি দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মোমেনের আলোচনার সম্ভাবনা আছে।

সম্মেলন শেষে ১৯ জুলাই ঢাকা ফিরবেন পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন।

জনপ্রিয়

কুষ্টিয়ায় হেযবুত তওহীদের জনসভা অনুষ্ঠিত

ভারত চীন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক, প্রাধান্য পাবে রোহিঙ্গা ইস্যু

প্রকাশের সময় : ০৪:০২:২৩ অপরাহ্ন, বুধবার, ১৪ জুলাই ২০২১

স্টাফ রিপোর্টার ।।

উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে গেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। সেখানে মধ্য ও দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সংযুক্তির সম্ভাবনা ও চ্যালেঞ্জবিষয়ক সম্মেলনে যোগ দেবেন তিনি। সফরকালে রাশিয়া, ভারত ও চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক হবে ড. মোমেনের। এসব বৈঠকে প্রাধান্য পাবে রোহিঙ্গা ইস্যু, টিকা সহযোগিতা আলোচনা প্রভৃতি।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিইয়োইয়েভের উদ্যোগে আয়োজিত ওই সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন। ১৫ ও ১৬ জুলাই দুই দিনের এই সম্মেলন অনুষ্ঠিত হবে। তাসখন্দের সম্মেলনে অংশ নেবেন যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, পাকিস্তান ও ইইউসহ বিশ্বের অন্তত ৪০টি দেশ ও জোটের সরকার ও রাষ্ট্রপ্রধানরা। ২৫০ প্রতিনিধি এতে অংশ নেবেন।

জানা গেছে, মূলত অর্থনীতি, সংস্কৃতি ও নিরাপত্তার ক্ষেত্রে সংযুক্তির মাধ্যমে ঐতিহাসিক সম্পর্ক জোরদারের জন্য উজবেকিস্তানের প্রেসিডেন্ট এই সম্মেলনের আয়োজন করেছেন।

যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের ঘোষণার পর থেকেই ক্রমশ সংঘাতপূর্ণ হয়ে উঠেছে আফগানিস্তান। দুই দিনের সম্মেলন সংযুক্তির হলেও সমকালীন প্রসঙ্গ হিসেবে আফগানিস্তান নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

তিনি আরও জানান, চীন জানিয়েছে, বাংলাদেশ সরকারকে আরও ১০ লাখ টিকা উপহার দেবে। বৈঠকে টিকাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, উজবেকিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে ঢাকা-তাসখন্দ সরাসরি বিমান চলাচলের পাশাপাশি ঢাকায় কনস্যুলেট চালুর প্রস্তাব দিয়েছে। পররাষ্ট্রমন্ত্রীর সফরে এ বিষয়গুলো নিয়ে আবার আলোচনার মাধ্যমে চূড়ান্ত রূপ দেওয়ার বিষয়টি এগিয়ে নেওয়া হতে পারে। সম্মেলনের ফাঁকে বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন ড. মোমেন। তিনি উজবেকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করবেন।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বৃহস্পতিবার বৈঠক করবেন পররাষ্ট্রমন্ত্রী। সফরে আরও কয়েকটি দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মোমেনের আলোচনার সম্ভাবনা আছে।

সম্মেলন শেষে ১৯ জুলাই ঢাকা ফিরবেন পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন।