শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আজ মধ্যরাত থেকে ৬০% বর্ধিত ভাড়ায় চলবে বাস

ঢাকা ব্যুরো।। টানা ১৪ দিন বন্ধ থাকার পর শর্ত মেনে সড়কে বাস চলাচল শুরু করতে যাচ্ছে। সরকারি নির্দেশনা অনুযায়ী অর্ধেক আসন খালি রেখে স্বাস্থ্যবিধি মেনে চালু হচ্ছে দূরপাল্লার বাস ও যাত্রীবাহী লঞ্চ।

গতকাল মঙ্গলবার চলমান কঠোর বিধি-নিষেধ শিথিল করে জারি করা প্রজ্ঞাপনে সব ধরনের গণপরিবহন চলাচলে অনুমতি দেয়া হয়।

বুধবার মধ্যরাত থেকে শর্ত মেনে চলবে বাস। তবে মোট আসন সংখ্যার অর্ধেকের বেশি যাত্রী পরিবহন করা যাবে না। স্বাস্থ্যবিধি মানতে হবে কঠোরভাবে। এর আগে নির্ধারিত ভাড়া যে ৬০ শতাংশ বাড়ানো হয়েছিল তার বেশি না নেয়া, প্রতি টিপ শুরু ও শেষে জীবাণু নাশক দিয়ে গাড়ি জীবাণুমুক্ত করতে বলা হয় ওই প্রজ্ঞাপনে।

এছাড়া পরিবহন সংশ্লিষ্ট মোটরযান চালক, যাত্রীসহ সকলকে বাধ্যতামূলক মাস্ক পরিধান ও স্যানিটাইজার ব্যবহার নিশ্চিত করার দিক নির্দেশনা আগে থেকেই আরোপ করা রয়েছে।

এদিকে স্বাস্থ্যবিধি মেনে কাল বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে সব ধরনের যাত্রীবাহী লঞ্চ চলাচল শুরু করবে। তবে সরকারি নির্দেশ অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনেই চালাবেন তারা।

 

জনপ্রিয়

কুষ্টিয়ায় হেযবুত তওহীদের জনসভা অনুষ্ঠিত

আজ মধ্যরাত থেকে ৬০% বর্ধিত ভাড়ায় চলবে বাস

প্রকাশের সময় : ১০:১৭:১১ অপরাহ্ন, বুধবার, ১৪ জুলাই ২০২১

ঢাকা ব্যুরো।। টানা ১৪ দিন বন্ধ থাকার পর শর্ত মেনে সড়কে বাস চলাচল শুরু করতে যাচ্ছে। সরকারি নির্দেশনা অনুযায়ী অর্ধেক আসন খালি রেখে স্বাস্থ্যবিধি মেনে চালু হচ্ছে দূরপাল্লার বাস ও যাত্রীবাহী লঞ্চ।

গতকাল মঙ্গলবার চলমান কঠোর বিধি-নিষেধ শিথিল করে জারি করা প্রজ্ঞাপনে সব ধরনের গণপরিবহন চলাচলে অনুমতি দেয়া হয়।

বুধবার মধ্যরাত থেকে শর্ত মেনে চলবে বাস। তবে মোট আসন সংখ্যার অর্ধেকের বেশি যাত্রী পরিবহন করা যাবে না। স্বাস্থ্যবিধি মানতে হবে কঠোরভাবে। এর আগে নির্ধারিত ভাড়া যে ৬০ শতাংশ বাড়ানো হয়েছিল তার বেশি না নেয়া, প্রতি টিপ শুরু ও শেষে জীবাণু নাশক দিয়ে গাড়ি জীবাণুমুক্ত করতে বলা হয় ওই প্রজ্ঞাপনে।

এছাড়া পরিবহন সংশ্লিষ্ট মোটরযান চালক, যাত্রীসহ সকলকে বাধ্যতামূলক মাস্ক পরিধান ও স্যানিটাইজার ব্যবহার নিশ্চিত করার দিক নির্দেশনা আগে থেকেই আরোপ করা রয়েছে।

এদিকে স্বাস্থ্যবিধি মেনে কাল বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে সব ধরনের যাত্রীবাহী লঞ্চ চলাচল শুরু করবে। তবে সরকারি নির্দেশ অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনেই চালাবেন তারা।