
যশোর ব্যুরো।। যশোর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলী রেজা রাজু’র ৫ম মৃত্যুবার্ষিকীতে তার আত্মার শান্তি কামনা করে ঘোপ সেন্ট্রাল রোড জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জুলাই) মাগরিব বাদ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের শারীরিক সুস্থতা কামনা করে দোয়া করা হয়।
দোয়া মাহফিলে অংশ নেন সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান জেলা পরিষদ সদস্য মেহেদী হাসান মিন্টু, সাবেক সহ-সভাপতি আবুল হোসেন খান, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আয়ুব হোসেন, জেলা যুবলীগের সদস্য এস এম রবি সিদ্দিকী, প্রাক্তন ছাত্রলীগ সংসদের আহবায়ক অ্যাডভোকেট কবির হোসেন জনি, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের জেলা সাংগঠনিক সম্পাদক নূর ইসলাম আলো, যুবলীগনেতা জাহিদ হোসেনসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ত স্তরের নেতৃবৃন্দ।
নিজস্ব সংবাদদাতা 



















