
বেনাপোল প্রতিনিধি ।।
যশোরের বেনাপোল নারায়ণপুর কোনাপাড়া এলাকা থেকে ৬ কেজি গাঁজাসহ তবিবার রহমান (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
শনিবার (১৭ জুলাই) রাতে তাকে অটক করা হয়। সে বেনাপোল বোয়ালিয়া গ্রামের আঃ রবের ছেলে।এলাকায় মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মামুন খান জানান, পুলিশের একটি অভিযানিক দল এসআই শফি আহমেদ রিয়েল এর নেতৃত্বে নারায়নপুর কোনাপাড়ায় পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে গাঁজাসহ তাকে হাতে নাতে আটক করে।
এ বিষয়ে বেনাপোল পোর্ট থানায় আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা হয়েছে।
নিজস্ব সংবাদদাতা 






































