
চুয়াডাঙ্গা প্রতিনিধি ।। চুয়াডাঙ্গায় পৃথক অভিযানে ২২ কেজি গাঁজা ও ৯৬ হাজার জাল টাকাসহ তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ শনিবার সকাল সাড়ে ৮টার সময় চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর বিওপি ক্যাম্পের সদস্যরা ঠাকুরপুর পাঁকা রাস্তার উপর থেকে ৪ কেজি গাঁজাসহ ২ জনকে আটক করে।
আটককৃতরা হলেন, দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর গ্রামের নওশাদ আলী গনি (৩৫) এবং একই গ্রামের সাইফুল ইসলাম (২৫)।
অপরদিকে গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৩ টার সময় বড়বলদিয়া ক্যাম্পের সদস্যরা বড় বলদিয়া মাঠে অভিযান চালিয়ে ১৮ কেজি গাঁজা মালিকবিহীন অবস্থান উদ্ধার করেন।
এছাড়া শুক্রবার রাত ৮ টার সময় ফুলবাড়ি বিওপি ক্যাম্পের সদস্যরা সদাবাড়ি তিন রাস্তার মোড়ে অভিযান চালায়। এ সময় ৯৬ হাজার বাংলাদেশি জাল টাকাসহ একজনকে আটক করেছে। আটককৃত ব্যাক্তি দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি গ্রামের আব্দুস সাত্তার (৩৮)।
নিজস্ব সংবাদদাতা 







































