রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মমতাকে ফের কটাক্ষ করলেন কঙ্গনা

আন্তর্জাতিক ডেস্ক।। সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিয়ে আপত্তিকর মন্তব্য করে আবারও শিরোনামে বলিউড অভিনেত্রী কঙ্গনা রনৌত। দিল্লিতে বাংলার মুখ্যমন্ত্রী বৈঠক করেন বলিউডের গীতিকার জাভেদ আখতার এবং অভিনেত্রী শাবানা আজমির সঙ্গে। সেই বৈঠককে ‘মাফিয়া’দের বৈঠক বলে নিজের ফেসবুক পোস্টে অভিযোগ করেন কঙ্গনা।

এবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জাভেদ আখতার ও শাবানা আজমির সাক্ষাৎ নিয়ে কটাক্ষ করেছেন কঙ্গনা। অভিনেত্রী নিজের পোস্টে শাবানা, জাভেদ আর মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি শেয়ার করেন।

কঙ্গনা ফেসবুকে লিখেছেন, ‘গতকাল শাবানা আজমি আর জাভেদ আখতার মিটিং করেন বাংলার মুখ্যমন্ত্রী যাকে সবাই ‘তারকা’ নামে জানে ওনার সঙ্গে। ফলে এবার থেকে তিনি ধীরে ধীরে অনেক ছোট বড় মিটিং বলি মাফিয়া দাউদের গলিতেও হোস্ট করবেন।’

কঙ্গনা আরও লিখেছেন, ‘এরা খানদের উপর চাপ সৃষ্টি করবে আর খানরা সমস্ত বড় প্রোডাকশন হাউসের সাহায্যে ছোট-বড় কলাকুশলীদের নিজেদের আয়ত্তে নিয়ে নেবে, সবাই মিলে তারকাকে দেবী বানিয়ে দেবে। দিনকে রাত আর রাতকে দিন দেখানোর জন্য আয়োজন শুরু হয়ে গিয়েছে। কিন্তু ভুলবেন না, আমি সব দেশদ্রোহীদের উলঙ্গ করে ছাড়বো। সুতরাং সাবধান হয়।’

বর্তমানে কঙ্গনা নিজের কয়েকটি প্রোজেক্ট নিয়ে ব্যস্ত রয়েছেন। তার নতুন সিনেমা ‘থালাইভি’ মুক্তির জন্য তৈরি। সেই সিনেমায় তিনি তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার চরিত্রে অভিনয় করবেন। এছাড়াও তিনি ১৯৭৫ এর এমার্জেন্সি নিয়ে একটি সিনেমা তৈরি করার কথা জানিয়েছিলেন। ছবিতে অভিনয়ের পাশাপাশি প্রযোজনাতেও হাত পাকাচ্ছেন কঙ্গনা। তবে সবথেকে বেশি মুখর হচ্ছেন সোশ্যাল মিডিয়ায়। এর আগেও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করে আইনি প্যাঁচে ফেঁসেছিলেন ‘কুইন’ কঙ্গনা।

জনপ্রিয়

কুষ্টিয়ায় হেযবুত তওহীদের জনসভা অনুষ্ঠিত

মমতাকে ফের কটাক্ষ করলেন কঙ্গনা

প্রকাশের সময় : ০৭:৫৭:৫৫ অপরাহ্ন, শনিবার, ৩১ জুলাই ২০২১

আন্তর্জাতিক ডেস্ক।। সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিয়ে আপত্তিকর মন্তব্য করে আবারও শিরোনামে বলিউড অভিনেত্রী কঙ্গনা রনৌত। দিল্লিতে বাংলার মুখ্যমন্ত্রী বৈঠক করেন বলিউডের গীতিকার জাভেদ আখতার এবং অভিনেত্রী শাবানা আজমির সঙ্গে। সেই বৈঠককে ‘মাফিয়া’দের বৈঠক বলে নিজের ফেসবুক পোস্টে অভিযোগ করেন কঙ্গনা।

এবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জাভেদ আখতার ও শাবানা আজমির সাক্ষাৎ নিয়ে কটাক্ষ করেছেন কঙ্গনা। অভিনেত্রী নিজের পোস্টে শাবানা, জাভেদ আর মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি শেয়ার করেন।

কঙ্গনা ফেসবুকে লিখেছেন, ‘গতকাল শাবানা আজমি আর জাভেদ আখতার মিটিং করেন বাংলার মুখ্যমন্ত্রী যাকে সবাই ‘তারকা’ নামে জানে ওনার সঙ্গে। ফলে এবার থেকে তিনি ধীরে ধীরে অনেক ছোট বড় মিটিং বলি মাফিয়া দাউদের গলিতেও হোস্ট করবেন।’

কঙ্গনা আরও লিখেছেন, ‘এরা খানদের উপর চাপ সৃষ্টি করবে আর খানরা সমস্ত বড় প্রোডাকশন হাউসের সাহায্যে ছোট-বড় কলাকুশলীদের নিজেদের আয়ত্তে নিয়ে নেবে, সবাই মিলে তারকাকে দেবী বানিয়ে দেবে। দিনকে রাত আর রাতকে দিন দেখানোর জন্য আয়োজন শুরু হয়ে গিয়েছে। কিন্তু ভুলবেন না, আমি সব দেশদ্রোহীদের উলঙ্গ করে ছাড়বো। সুতরাং সাবধান হয়।’

বর্তমানে কঙ্গনা নিজের কয়েকটি প্রোজেক্ট নিয়ে ব্যস্ত রয়েছেন। তার নতুন সিনেমা ‘থালাইভি’ মুক্তির জন্য তৈরি। সেই সিনেমায় তিনি তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার চরিত্রে অভিনয় করবেন। এছাড়াও তিনি ১৯৭৫ এর এমার্জেন্সি নিয়ে একটি সিনেমা তৈরি করার কথা জানিয়েছিলেন। ছবিতে অভিনয়ের পাশাপাশি প্রযোজনাতেও হাত পাকাচ্ছেন কঙ্গনা। তবে সবথেকে বেশি মুখর হচ্ছেন সোশ্যাল মিডিয়ায়। এর আগেও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করে আইনি প্যাঁচে ফেঁসেছিলেন ‘কুইন’ কঙ্গনা।