মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

তাপসীর ট্রলি ব্যাগ গাড়ির চেয়েও দামি

বলিউড অভিনেত্রী তাপসী পান্নু। ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক ।।

ভারতে করোনার দ্বিতীয় ঢেউ আসার আগে বেশ কয়েকটি প্রকল্পে কাজ করেছেন ভিন্ন ধারার গল্পনির্ভর সিনেমায় কাজ করে আলোচনায় আসা বলিউড অভিনেত্রী তাপসী পান্নু। গতকাল (১ আগস্ট) ছিল এই অভিনেত্রীর জন্মদিন।

ফ্যাশন সেন্সের কারণে বহু বার শিরোনামে এসেছেন তাপসী পান্নু। এবারও এলেন। ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড লাইফের খবর, সম্প্রতি তাপসীকে ভারতের একটি বিমানবন্দরে দেখা গেছে। সেখানে তাঁর হাতে ছিল দামি ট্রলি ব্যাগ। এর দাম শুনলে আপনার চক্ষুও ছানাবড়া হয়ে যাবে!

ধূসর, কালো ও সাদা রং মিশ্রিত ওই ট্রলি ব্যাগটি গোইয়ার্ড ব্র্যান্ডের, এ ব্র্যান্ডটি দামি ব্যাগ ও লাগেজের জন্য বিখ্যাত। তাপসীর হাতে থাকা ওই ব্যাগের দাম ৮ হাজার ৬২৫ মার্কিন ডলার, ভারতীয় মুদ্রায় যা ছয় লাখ ২০ হাজার রুপি। পোর্টালটি জানায়, এ অর্থ দিয়ে ভারতে একটি নিশান গাড়ি কেনা যায়।

এবার কাজের প্রসঙ্গে আসা যাক, গত ২ জুলাই তাপসী পান্নু ও বিক্রান্ত ম্যাসে অভিনীত ‘হাসিন দিলরুবা’ নেটফ্লিক্সে মুক্তি পায়। সিনেমাটি দর্শক ও চিত্রসমালোচকদের প্রশংসা পেয়েছে। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন বলিউডের জনপ্রিয় চিত্রনাট্যকার কণিকা ধীলন। খুনের রহস্য নিয়ে নির্মিত এ সিনেমায় আরও অভিনয় করেছেন হর্ষবর্ধন রানে।

তাপসী পান্নুর হাতে রয়েছে বেশ কয়েকটি সিনেমা—রশ্মি রকেট, সাবাশ মিতু, ব্লার, লুপ লাপেতা ও দোবারা।

জনপ্রিয়

খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় যশোরে দোয়া মাহফিল

তাপসীর ট্রলি ব্যাগ গাড়ির চেয়েও দামি

প্রকাশের সময় : ১১:১৭:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২ অগাস্ট ২০২১

বিনোদন ডেস্ক ।।

ভারতে করোনার দ্বিতীয় ঢেউ আসার আগে বেশ কয়েকটি প্রকল্পে কাজ করেছেন ভিন্ন ধারার গল্পনির্ভর সিনেমায় কাজ করে আলোচনায় আসা বলিউড অভিনেত্রী তাপসী পান্নু। গতকাল (১ আগস্ট) ছিল এই অভিনেত্রীর জন্মদিন।

ফ্যাশন সেন্সের কারণে বহু বার শিরোনামে এসেছেন তাপসী পান্নু। এবারও এলেন। ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড লাইফের খবর, সম্প্রতি তাপসীকে ভারতের একটি বিমানবন্দরে দেখা গেছে। সেখানে তাঁর হাতে ছিল দামি ট্রলি ব্যাগ। এর দাম শুনলে আপনার চক্ষুও ছানাবড়া হয়ে যাবে!

ধূসর, কালো ও সাদা রং মিশ্রিত ওই ট্রলি ব্যাগটি গোইয়ার্ড ব্র্যান্ডের, এ ব্র্যান্ডটি দামি ব্যাগ ও লাগেজের জন্য বিখ্যাত। তাপসীর হাতে থাকা ওই ব্যাগের দাম ৮ হাজার ৬২৫ মার্কিন ডলার, ভারতীয় মুদ্রায় যা ছয় লাখ ২০ হাজার রুপি। পোর্টালটি জানায়, এ অর্থ দিয়ে ভারতে একটি নিশান গাড়ি কেনা যায়।

এবার কাজের প্রসঙ্গে আসা যাক, গত ২ জুলাই তাপসী পান্নু ও বিক্রান্ত ম্যাসে অভিনীত ‘হাসিন দিলরুবা’ নেটফ্লিক্সে মুক্তি পায়। সিনেমাটি দর্শক ও চিত্রসমালোচকদের প্রশংসা পেয়েছে। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন বলিউডের জনপ্রিয় চিত্রনাট্যকার কণিকা ধীলন। খুনের রহস্য নিয়ে নির্মিত এ সিনেমায় আরও অভিনয় করেছেন হর্ষবর্ধন রানে।

তাপসী পান্নুর হাতে রয়েছে বেশ কয়েকটি সিনেমা—রশ্মি রকেট, সাবাশ মিতু, ব্লার, লুপ লাপেতা ও দোবারা।