
বিনোদন ডেস্ক ।।
বাংলাদেশী মডেল ও জনপ্রিয় অভিনেত্রী পরীমণি অনেকবারই অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। আবারো সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ালেন এই চিত্রনায়িকা।
সম্প্রতি ‘হোপ ফর চেঞ্জ ফাউন্ডেশন’য়ের মাধ্যমে রাজধানীর শ্যামলী, মোহাম্মদপুরসহ বিভিন্ন এলাকার সুবিধাবঞ্চিত অন্তত পাঁচশত শিশুকে সহযোগিতা করেছেন তিনি।
সংগঠনটির ব্যবস্থাপনা পরিচালক সানজিদা রশিম বলেন, ‘আমাদের স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে পরীমণি আপু পাঁচশত সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়িয়েছেন। পাশাপাশি এ-ও বলেছেন, প্রয়োজনে আবারও সহযোগিতা করবেন তিনি।’
চিত্রনায়িকা পরীমণি ২০১৫ সালে ভালোবাসা সীমাহীন চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয়। রানা প্লাজা ছবিতে চুক্তিবদ্ধ হয়ে তিনি আলোচনায় আসেন।
বর্তমানে তিনি ‘প্রীতিলতা’ সিনেমার শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছেন। ব্রিটিশবিরোধী আন্দোলনের প্রথম নারী শহীদ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার। তার জীবনী অবলম্বনে তৈরি হচ্ছে চলচ্চিত্রটি। এর নাম ভূমিকায় দেখা যাবে পরীমণিকে। গোলাম রাব্বানীর চিত্রনাট্য ও সংলাপে এটি পরিচালনা করছেন রাশিদ পলাশ। চলতি মাসে এ সিনেমার দ্বিতীয় দফার শুটিং শুরু হবে।
নিজস্ব সংবাদদাতা 







































