
খুলনা ব্যুরো ।।
খুলনার তিনটি হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে নয়জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া নতুন করে আরও ৫৯ জনের করোনা শনাক্ত হয়েছে। আজ বুধবার সকালে এ তথ্য জানা গেছে।
খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. রফিকুল ইসলাম বাবলু জানান, সেখানে গত ২৪ ঘণ্টায় দুজন রোগী মারা গেছেন। তারা হলেন খুলনার হোসেনে আরা বেগম (৬২) এবং নাসরিন জাহান (৫৫)।
খুলনা গাজী মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ডা. গাজী মিজানুর রহমান জানান, সেখানে গত ২৪ ঘণ্টায় গোপালগঞ্জের কবিতা রানী সরকার (৩০) মারা গেছেন।
এ ছাড়া খুলনা সদর হাসপাতাল ও শেখ আবু নাসের হাসপাতালে কেউ মারা যায়নি।
এদিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ জানান, কলেজের পিসিআর মেশিনে গতকাল মঙ্গলবার ২৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৫৯ জনের পজিটিভ এসেছে। শনাক্তের হার ২০ শতাংশ।
নিজস্ব সংবাদদাতা 



















