
কুষ্টিয়া ব্যুরো ।।
কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ছয়জনের করোনা পজিটিভ ও একজনের করোনা উপসর্গ ছিল।
পিসিআর ল্যাব ও জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় জেলায় ৩৮৯ জনের নমুনা পরীক্ষা করে ১৪৩ জনের দেহে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৬ দশমিক ৭৬ শতাংশ।
এদিকে ১৩তম দিনের মতো জেলায় কঠোর লকডাউন চলছে। প্রশাসনের নির্দেশে স্বাস্থ্যবিধি মেনে জেলার শিল্প-কারখানাগুলো চালু রয়েছে। কাঁচাবাজারগুলো সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত খোলা রাখা হচ্ছে।
জেলার শপিংমল, হোটেল, রেস্তোরাঁ, দোকানপাট বন্ধ থাকলেও মানুষ কিন্তু কোনো কারণ ছাড়াই শহরে প্রবেশ করছে। পুলিশ শহরের প্রবেশ পথগুলোতে ব্যারিকেট দিয়ে তাদের আটকানোর বৃথা চেষ্টা চালিয়ে যাচ্ছে।
গতকাল মঙ্গলবার দিনব্যাপী অভিযান চালিয়ে সরকারি বিধিনিষেধ অমান্যকারী ৫৪ জনের কাছ থেকে ৪৪ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় ও একজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
নিজস্ব সংবাদদাতা 







































