
কক্সবাজার ব্যুরো ।।
কক্সবাজারের উখিয়ায় ৪৭০ ভরি ওজনের ৩৩টি স্বর্ণের বারসহ মো. জয়নুল আবেদীন (৬৫) নামে এক রোহিঙ্গাকে গ্রেফতার করেছে বিজিবি।
সোমবার (০৯ আগস্ট) রাতে পালংখালীর টিভি টাওয়ার সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার জয়নাল বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তের শূন্যরেখার আশ্রয় ক্যাম্পে বসবাস করেন।
কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক আলী হায়দার আজাদ আহমেদ বলেন, বিজিবির কাছে খবর ছিল চোরাকারবারিরা অবৈধভাবে স্বর্ণের বড় চালান মিয়ানমার থেকে বাংলাদেশে এনে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে নিয়ে যাবে। এর পরিপ্রেক্ষিতে অভিযান চালানো হয়।
এ সময় জয়নুলকে সীমান্ত থেকে কুতুপালং হেঁটে আসতে দেখে তল্লাশি করা হয়। তার কাছে ৪৭০ ভরি ওজনের ৩৩টি স্বর্ণের বার পাওয়া যায়। যার বাজার মূল্য প্রায় দুই কোটি ৯১ লাখ ৪০ হাজার টাকা।
আলী হায়দার আজাদ আরও বলেন, জয়নুলের বিরুদ্ধে মামলা দিয়ে উখিয়া থানায় সোপর্দ এবং উদ্ধারকৃত স্বর্ণের বার কক্সবাজার ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।
নিজস্ব সংবাদদাতা 






































