বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সাতক্ষীরায় দুই সাংসদকে হত্যার হুমকি, গ্রেফতার ২

সাতক্ষীরা ব্যুরো ।।

সাতক্ষীরার দুই সংসদ সদস্যকে ফেসবুক পোস্টে হত্যার হুমকি দেয়ার অভিযোগে পিতা-পুত্রকে আটক করা হয়েছে। বুধবার (১১ আগস্ট) রাতে দেবহাটা উপজেলার বেলেডাঙ্গা গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে কয়েকটি মোবাইল ও বিপুল পরিমাণ সিমসহ বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইস ও জিহাদি বই উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন, দেবহাটা উপজেলার বালিয়াডাঙ্গা গ্রেমের মনিরুল ইসলাম (৪৫) ও তার ছেলে নুরুল ইসলাম (২১)। মনিরুল ইসলাম স্থানীয় মসজিদের ইমাম।

আটকের পর বুধবার (১১ আগস্ট) দুপুরে সাতক্ষীরার পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে রোববার (৮ আগস্ট) দুপুরে ‘আজরায়ি জান নেই’ নামে একটি ফেসবুক আইডি থেকে সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য ডা. রুহুল হক ও সাতক্ষীরা-২ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির ছবিসহ তাদের দুজনের মাথা কেটে দিতে পারলে কোটি টাকা পুরস্কার দেয়া হবে বলে ঘোষণা দেয়া হয়। পরে ওই আইডি বন্ধ করে একই প্রোফাইল পিকচার দিয়ে ‘কালিমা মা’ ফেসবুক আইডি খুলে আবারো একইভাবে হুমকি দেয়া হয়।

জনপ্রিয়

তারেক রহমান মঞ্চে একাই বক্তব্য রাখবেন

সাতক্ষীরায় দুই সাংসদকে হত্যার হুমকি, গ্রেফতার ২

প্রকাশের সময় : ০৩:০৫:১৬ অপরাহ্ন, বুধবার, ১১ অগাস্ট ২০২১

সাতক্ষীরা ব্যুরো ।।

সাতক্ষীরার দুই সংসদ সদস্যকে ফেসবুক পোস্টে হত্যার হুমকি দেয়ার অভিযোগে পিতা-পুত্রকে আটক করা হয়েছে। বুধবার (১১ আগস্ট) রাতে দেবহাটা উপজেলার বেলেডাঙ্গা গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে কয়েকটি মোবাইল ও বিপুল পরিমাণ সিমসহ বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইস ও জিহাদি বই উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন, দেবহাটা উপজেলার বালিয়াডাঙ্গা গ্রেমের মনিরুল ইসলাম (৪৫) ও তার ছেলে নুরুল ইসলাম (২১)। মনিরুল ইসলাম স্থানীয় মসজিদের ইমাম।

আটকের পর বুধবার (১১ আগস্ট) দুপুরে সাতক্ষীরার পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে রোববার (৮ আগস্ট) দুপুরে ‘আজরায়ি জান নেই’ নামে একটি ফেসবুক আইডি থেকে সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য ডা. রুহুল হক ও সাতক্ষীরা-২ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির ছবিসহ তাদের দুজনের মাথা কেটে দিতে পারলে কোটি টাকা পুরস্কার দেয়া হবে বলে ঘোষণা দেয়া হয়। পরে ওই আইডি বন্ধ করে একই প্রোফাইল পিকচার দিয়ে ‘কালিমা মা’ ফেসবুক আইডি খুলে আবারো একইভাবে হুমকি দেয়া হয়।