
লালমনিরহাট প্রতিনিধি।।
এন্টি টেররিজম ইউনিট (এটিইউ) ও হাতীবান্ধা থানার যৌথ অভিযানে ঢাকার খিলগাঁও এলাকা থেকে নাজমুস সাকিবকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, মঙ্গলবার রাতে নব্য জেএমবি’র সদস্য নাজমুস সাকিব গ্রেফতার করে হাতীবান্ধা থানায় নিয়ে আসা হয়। নাজমুস সাকিব উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের ২নং ওয়ার্ডের কোরবান আলীর পুত্র বলে জানা গেছে।
গ্রেপ্তার সাকিবকে আজ বুধবার দুপুরে লালমনিরহাট কারাগারে পাঠানো হয়েছে। সাকিবের বড় ভাই রাকিবও নব্য জেএমবির সদস্য বলে নিশ্চিত করে থানা পুলিশ। রাকিব বর্তমানে লালমনিরহাট কারগারে আছেন।
অফিসার ইনচার্জ এরশাদুল আলম বলেন, নব্য জেএমবি সদস্য নাজমুস সাকিবের নামে পুলিশ সদস্য আহত ও সরকার বিরোধী এবং জঙ্গী কর্মকান্ডে জড়িত থাকার মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলো আদালত। ওই মামলায় এন্টি টেররিজম ইউনিট (এটিইউ) সদস্যদের সহযোগীতায় সাকিবকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। সাকিবকে বুধবার দুপুরে লালমনিরহাট কারাগারে পাঠানো হয়েছে।
নিজস্ব সংবাদদাতা 







































