
স্টাফ রিপোর্টার ।।
বিএনপির রাজনীতি এখন লাইফ সাপোর্টে আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সেতুমন্ত্রী আজ বৃহস্পতিবার সকালে তাঁর সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এ মন্তব্য করেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, ‘আসলে বিএনপির রাজনীতি এখন লাইফ সাপোর্টে আছে। কর্মীরা আক্রমণের শিকার হবেন মনে করে, নেতারা মাঠে নামেন না। তাঁরা একদিকে জনমানুষের আতঙ্কে আছেন, অপরদিকে হঠকারী রাজনীতির কারণে নিজেদের কর্মী-সমর্থকদের আস্থা হারিয়েছেন নেতারা। বিএনপি বেঁচে আছে কেবল মিডিয়ার কল্যাণে।
নিজস্ব সংবাদদাতা 







































