রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মেসির সঙ্গে রোনালদোকেও দেখা যাবে পিএসজিতে!

স্পোর্টস ডেস্ক ।।

টাকায় কী না হয়? যে মেসিকে দলে নিতে সাহসও করেনি অনেক বড় বড় ক্লাব, সেখানে একই দলে মেসি, নেইমার, এমবাপে, রামোস, দি মারিয়াদের মতো তারকাদের একই ক্লাবে ভিড়িয়েছে ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই।

এবার কী একই ক্লাবে দেখা যাবে পর্তুগীজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে? পিএসজির চেয়ারম্যান নাসের আল খেলাইফি যদি সত্যি সত্যিই চেয়ে বসেন রোনালদোকে তবে তাকে থামায় কে…

স্প্যানিশ সংবাদ মাধ্যম ‘এএস’ জানিয়েছে, মেসিকে দলে নিয়েই ক্ষান্ত হচ্ছেন না পিএসজি চেয়ারম্যান নাসের আল খেলাইফি। একই ক্লাবে দেখা যেতে পারে রোনালদোকেও।

এক্ষেত্রে পিএসজির আক্রমণভাগ থেকে ছিটকে পড়তে পারেন কিলিয়ান এমবাপে। যদিও মেসির পিএসজিতে আসার পর এমবাপের থাকা নিয়ে গুঞ্জন উঠেছে। এমন কী এমবাপের সঙ্গে চুক্তি নবায়নেও খুব একটা নাকি আগ্রহ নেই পিএসজির।

তবে কী রোনালদোকেই তার জায়গায় নিয়ে আসা হবে! এএস আরো জানিয়েছে, এমবাপে যদি থাকতে না চান শেষ পর্যন্ত বা পিএসজি চুক্তি নবায়ন না করে তবে এমন পরিস্থিতি সামলাতেও প্রস্তুত পিএসজি।

এছাড়া এমবাপেকে দলে নিতে অনেক আগে থেকেই আগ্রহ রিয়াল মাদ্রিদের। স্প্যানিস সংবাদ মাধ্যম জানিয়েছে, আসন্ন মৌসুম শেষে ফ্রি এজেন্ট হিসেবে রিয়ালে যোগ দেয়ার সম্ভাবনা রয়েছে এমবাপের।

অন্যদিকে জুভেন্তাসের সঙ্গেও খুব একটা ভালো সময় কাটছে না রোনালদোর। যদি শেষ পর্যন্ত সব হিসেব মিলে যায় তবে পিএসজিতেই দেখা হয়ে যেতে পারে রোনালদো-মেসির।

জনপ্রিয়

কুষ্টিয়ায় হেযবুত তওহীদের জনসভা অনুষ্ঠিত

মেসির সঙ্গে রোনালদোকেও দেখা যাবে পিএসজিতে!

প্রকাশের সময় : ০৪:৪৬:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অগাস্ট ২০২১

স্পোর্টস ডেস্ক ।।

টাকায় কী না হয়? যে মেসিকে দলে নিতে সাহসও করেনি অনেক বড় বড় ক্লাব, সেখানে একই দলে মেসি, নেইমার, এমবাপে, রামোস, দি মারিয়াদের মতো তারকাদের একই ক্লাবে ভিড়িয়েছে ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই।

এবার কী একই ক্লাবে দেখা যাবে পর্তুগীজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে? পিএসজির চেয়ারম্যান নাসের আল খেলাইফি যদি সত্যি সত্যিই চেয়ে বসেন রোনালদোকে তবে তাকে থামায় কে…

স্প্যানিশ সংবাদ মাধ্যম ‘এএস’ জানিয়েছে, মেসিকে দলে নিয়েই ক্ষান্ত হচ্ছেন না পিএসজি চেয়ারম্যান নাসের আল খেলাইফি। একই ক্লাবে দেখা যেতে পারে রোনালদোকেও।

এক্ষেত্রে পিএসজির আক্রমণভাগ থেকে ছিটকে পড়তে পারেন কিলিয়ান এমবাপে। যদিও মেসির পিএসজিতে আসার পর এমবাপের থাকা নিয়ে গুঞ্জন উঠেছে। এমন কী এমবাপের সঙ্গে চুক্তি নবায়নেও খুব একটা নাকি আগ্রহ নেই পিএসজির।

তবে কী রোনালদোকেই তার জায়গায় নিয়ে আসা হবে! এএস আরো জানিয়েছে, এমবাপে যদি থাকতে না চান শেষ পর্যন্ত বা পিএসজি চুক্তি নবায়ন না করে তবে এমন পরিস্থিতি সামলাতেও প্রস্তুত পিএসজি।

এছাড়া এমবাপেকে দলে নিতে অনেক আগে থেকেই আগ্রহ রিয়াল মাদ্রিদের। স্প্যানিস সংবাদ মাধ্যম জানিয়েছে, আসন্ন মৌসুম শেষে ফ্রি এজেন্ট হিসেবে রিয়ালে যোগ দেয়ার সম্ভাবনা রয়েছে এমবাপের।

অন্যদিকে জুভেন্তাসের সঙ্গেও খুব একটা ভালো সময় কাটছে না রোনালদোর। যদি শেষ পর্যন্ত সব হিসেব মিলে যায় তবে পিএসজিতেই দেখা হয়ে যেতে পারে রোনালদো-মেসির।