
স্টাফ রিপোর্টার ।।
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদকে হাসপাতালে ভর্তির পর নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়েছে। আজ সোমবার সকালে তাঁকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। তাঁর শরীরে অক্সিজেনের পরিমাণ কমে গেছে। তবে তিনি করোনাভাইরাসে আক্রান্ত নন।
মামুন হাসান আরও বলেন, ‘বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তাঁর সন্তান রাহগীর আলমাহি সাদ এরশাদ এমপি।’
রওশন এরশাদ দীর্ঘদিন ধরেই নানা শারীরিক জটিলতায় ভুগছেন। এ জন্য সংসদ অধিবেশনেও যেতে পারেনি। এ ছাড়া রাষ্ট্রীয় অনুষ্ঠানেও উপস্থিত থাকতে পারেননি।
এর আগে গত ২৯ এপ্রিল হঠাৎ অসুস্থ হয়ে পড়লে রওশন এরশাদকে সিএমএইচে ভর্তি করা হয়। সেখানে ২৪ দিন তাঁর চিকিৎসা চলে।
নিজস্ব সংবাদদাতা 







































