
চট্টগ্রাম ব্যুরো ।।
দায়িত্বপালন অবস্থায় মো. রেজওয়ানুল হক নামে চট্টগ্রাম কাস্টমস হাউসের এক সহকারী রাজস্ব কর্মকর্তার মৃত্যু হয়েছে। সোমবার (১৬ আগস্ট) বিকাল ৪টার দিকে চট্টগ্রাম বন্দর জেটির গেট ডিভিশনে কাজ করার সময় তিনি হৃদরোগে আক্রান্ত হন। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৫ বছর।
চট্টগ্রাম কাস্টমস কমিশনার ফখরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রেজওয়ানুল হক বন্দর জেটি গেট ডিভিশনে কর্মরত ছিলেন। বিকালে কাজ করার সময় তিনি অসুস্থবোধ করলে দ্রুত ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে মা ও শিশু হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, রেজওয়ানুল হকের লাশ কাস্টমস হাউসে আনা হয়েছে। জানাজা শেষে লাশ তার গ্রামের বাড়ি মুন্সীগঞ্জে পাঠানো হবে।
রেজওয়ানুল হক ২০১৭ সালে ১৭ ডিসেম্বর এনবিআরে এআরও হিসেবে যোগ দেন। গত ১ ফেব্রুয়ারি চট্টগ্রাম কাস্টমস হাউসে বদলি হয়ে আসেন।
নিজস্ব সংবাদদাতা 







































